মানসিক টানাপোড়েন কীভাবে জয় করবেন সেলিব্রিটিরা? দিশা দেখাল ওয়েবিনার

‘ফাইট, কোনি ফাইট’! এই কথাটা কেবল একটি ডায়লগ হয়েই রয়ে যায়নি; প্রতিদিন প্রতিটা মুহূর্তে নিজেকে বলে যাওয়ার মন্ত্র। সাধারণ রুটিনের জীবনেও আসে ঝড়, প্রতিটা ঘরেই তৈরি হয় একাধিক লড়াইয়ের গল্প। আর যাঁদের দিকে সারাক্ষণ তাক করা আছে ক্যামেরা? লাইমলাইটের জীবন কি গোলাপ বিছানো রাস্তায় নিয়ে এসেছে তাঁদের? কথা হচ্ছে সেলেব্রিটিদের নিয়ে। বাইরে থেকে দেখলে যে দুনিয়া আমাদের হাতছানি দেয়; আদতে তার ভেতরে থেকে কতটা ভালো আছেন সেই মানুষরা?

এই প্রশ্ন আজকের নয়, বহুদিনের। কিন্তু সাম্প্রতিক বেশ কিছু ঘটনা এইসব প্রশ্নের নানা দিক নিয়ে আলোচনা করতে বাধ্য করছে। সম্প্রতি তেমনই একটি ওয়েবিনারের আয়োজন করেছিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের লিবারাল আর্টস অ্যান্ড কালচারাল স্টাডিস বিভাগ। নাম ‘সেলেব্রিটি লাইফ : সাকসেস ভার্সেস ফেলিওর’। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত, পরিচালক সৌমিক সেন, পরিচালক-অভিনেতা-প্রযোজক অশোক বিশ্বনাথন, মডেল অপ্সরা গুহঠাকুরতা, অভিনেতা সমীর শর্মা এবং বিশিষ্ট মনোবিদ ডঃ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬০০-রও বেশি মানুষ এদিনের এই ওয়েবিনারে যোগ দিয়েছিলেন।

সমগ্র আলোচনার মূল বিষয়টিই ছিল রুপোলি দুনিয়ার মানুষ ও তাঁদের জীবনের ওঠাপড়া নিয়ে। একজন অভিনেতা বা একজন পরিচালককে তাঁর জায়গায় পৌঁছনোর আগে কতটা পরিশ্রম করতে হয়, কতটা অপমান সহ্য করতে হয় সেই কথাই বারবার উঠে আসছিল দেবলীনা দত্তের কথায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর ফিল্মি দুনিয়ার একটা কালো রূপ আমাদের সামনে উঠে এসেছে। আগে থেকেই হয়ত অনেকে জানতেন; কিন্তু দিনের আলোর মতো এতটা স্পষ্ট হয়নি। আলোচনায় উঠে এসেছে সেই প্রসঙ্গও। এমন পরিস্থিতিতে যে সব তরুণ-তরুণীরা সিনেমা জগতে আসার স্বপ্ন দেখছেন, যারা নিজেদের চিত্রনাট্য নিয়ে স্বপ্ন দেখছেন একদিন সেটাকে সিনেমায় পরিণত করার, তাঁরা কী ভাববে? 

সমস্তটা নিয়েই আলোচনা হল এই ওয়েবিনারে। বিশেষ করে মানসিকভাবে লড়াইয়ের জায়গাটা তুলে ধরলেন ডঃ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। সিনে দুনিয়ায় তো বটেই, আমাদের প্রত্যেকেরই ‘মানসিক ব্যায়াম’-এর প্রয়োজন— এই কথাটাই বারবার তুলে ধরলেন তিনি। মানসিক ভাবে যদি শক্ত না থাকি, তাহলে এইসব অন্ধকারের ভেতর আরও তলিয়ে যেতে হবে। সেটা করলে নিজের প্রতিভার ওপরই অবিচার করা হবে। দিনের শেষে পজিটিভ থাকারই একটা বার্তা উঠে এল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবিনার থেকে।

আরও পড়ুন
মহামারীর প্রভাবে বদলাচ্ছে সাংবাদিকতার পেশাও, প্রশস্ত হচ্ছে ওয়েব মিডিয়ার পথ

Powered by Froala Editor

আরও পড়ুন
বাস্তুতন্ত্রের ভারসাম্যে গুরুত্বপূর্ণ জলজ প্রাণীরাও, জানাল প্রেসিডেন্সির ওয়েবিনার

More From Author See More