খড়ের নৌকোয় বহরমপুর থেকে কলকাতা, দুঃসাহসিক অভিযান ১০ বাঙালির

হাতে আর মাত্র কয়েকটা দিন। বহরমপুরের ভাগীরথীর ঘাটে এখন ব্যস্ততা তুঙ্গে। একটু একটু করে খড় বাঁধা হচ্ছে নৌকোয়। না, নৌকোর ছইঘরে নয়। সমগ্র নৌকোটাই তৈরি হচ্ছে খড় দিয়ে। আর সেই নৌকোয় চড়েই বহরমপুর থেকে নদীপথে কলকাতা এসে পৌঁছবেন ১০ জন অভিযাত্রী। ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে অভিযান। অভিযাত্রী তাপস চৌধুরী এবং পুষ্পেন সামন্তর নেতৃত্বে এমনই অভিনব পরিকল্পনা নিয়েছে জে. ওয়াই. ফাউন্ডেশন ‘দ্য সি এক্সপ্লরার্স ইনস্টিটিউট’। আর এই অভিযানে জলপথের অভিযাত্রীদের সঙ্গেই নামছেন দুই বিখ্যাত পর্বতারোহীও। রুদ্রপ্রসাদ হালদার এবং সত্যরূপ সিদ্ধান্ত জলে নামবেন আগামী ৩ ডিসেম্বর।

তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার সম্মানপ্রাপ্ত অভিযাত্রী তাপস চৌধুরী প্রহরকে বলছিলেন এই পরিকল্পনার কথা। তাঁর কথায়, “আমরা একটা অন্যরকম কিছু করতে চেয়েছি। যে কাজ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। আর তার জন্যই বেছে নেওয়া খড়ের নৌকো।” কিন্তু কেন মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা? তার সঙ্গে আসলে জড়িয়ে আছে একটি গল্প। ১৯৫৯ সালে পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায় একটি ১৮ ফুটের ডিঙি নিয়ে সোজা কালাপানি পেরিয়ে আন্দামানে হাজির হয়েছিলেন। বাঙালির সমুদ্র যাত্রায় সে এক মাইলফলক। তারপর পিনাকী চট্টোপাধ্যায়ের মৃত্যু হলেও তাঁর স্ত্রী শিউলি চট্টোপাধ্যায় দায়িত্ব নিয়ে কলকাতার অভিযাত্রীদের অভিভাবকত্ব করেছেন। সম্প্রতি তিনিও প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতেই খড়ের নৌকোর নাম দেওয়া হয়েছে ‘শিউলি’।

রুদ্রপ্রসাদ হালদারের কথায়, “আমার অ্যাডভেঞ্চারের দিকে আসার মূল অনুপ্রেরণা কিন্তু ছোটবেলায় পড়া পিনাকী চট্টোপাধ্যায়ের কাহিনি। তারপর পাকেচক্রে পর্বতারোহণের সঙ্গে জড়িয়ে পড়লেও জলপথে অভিযানের ইচ্ছা বরাবর ছিলই।” আসলে সব ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসকেই মিলিয়ে দিতে চান তাপস চৌধুরী। তাঁর কথায়, “হয়তো আমরা এখনই এভারেস্টে চড়তে পারব না, বা পর্বতারোহীরা আন্দামান অভিযানে যেতে চাইলে প্রস্তুতি প্রয়োজন। কিন্তু ছোটো ছোটো অভিযানে তো বাধা নেই।” 

তবে শুধুই অ্যাডভেঞ্চার নয়। সেইসঙ্গে সচেতনতার কাজও করবে এই অভিযান। করোনা বিষয়ক সচেতনতা তো থাকবেই। সঙ্গে থাকবে পরিবেশ সংক্রান্ত সচেতনতাও। সব ঠিক থাকলে ১১ ডিসেম্বর কলকাতায় এসে পৌঁছবে খড়ের নৌকো। আশা করা যায়, ২০১৩ সালের আন্দামান অভিযানের মতো এবারেও সফল হয়ে ফিরবেন তাপস চৌধুরী এবং তাঁর দল।

Powered by Froala Editor

আরও পড়ুন
৪০ মিনিটের ব্যবধানে দুটি বিশ্বরেকর্ড, ৮ মাস পরে প্রতিযোগিতায় ফিরে চমক ড্রেসেলের

More From Author See More