বৈষম্য ভেঙে ঐক্য ফেরাতে উদ্যোগ, বদলে গেল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত

২০২১-এ পা দেওয়ার আগেই নববর্ষের ঠিক প্রাক্কালে বদলে গেল জাতীয় সঙ্গীত। হ্যাঁ, সম্প্রতি এমনই নজিরবিহীন ঘটনা ঘটল অস্ট্রেলিয়ায়। নববর্ষযাপনের উৎসবেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গতকাল ঘোষণা করলেন এই কথা। অস্ট্রেলিয়ার দীর্ঘ ইতিহাস, আদিম জনজাতিদের অবদান এবং দেশের সার্বিক ঐক্যের কথা মাথায় রেখেই এই পরিবর্তন আনা হল বলে জানান তিনি।

‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’। অস্ট্রেলিয়ার এই জাতীয় সঙ্গীতের দ্বিতীয় স্তবকের একটি পঙতি ‘ফর উই আর ইয়াং এন্ড ফ্রি’-এর বদল করে ‘উই আর ওয়ান এন্ড ফ্রি’ করা হয়েছে সম্প্রতি। গানটি লেখা হয়েছিল উনিশ শতকের সাতের দশকে। ১৮৭৮ সালে প্রথমবারের জন্য গানটি পরিবেশন করেছিলেন পিটার ডডস ম্যাককর্মিক। তারপর ১৯৪৩ সালে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করেন তৎকালীন অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী বব হক। 

তবে ১৮ শতকে শ্বেতাঙ্গ ব্রিটিশরাই মূলত ঔপনিবেশ স্থাপন করেছিল অস্ট্রেলিয়ায়। তাঁরাই পরবর্তীকালে স্থায়ী বাসিন্দা হয়ে যান এই দেশের। পিটার ডডস নিজেও একজন ব্রিটিশ নাগরিক হওয়ার দরুন এই গানের ছত্রে ছত্রে লুকিয়ে ছিল ব্রিটেনের জয়গান। উপেক্ষিত হয়েছিল অস্ট্রেলিয়ার লক্ষ লক্ষ আদিম উপজাতির মানুষেরা। ফলে বিতর্কের অভাব ছিল না এই গান নিয়ে।

কাজেই ১৯৮৪ সালে প্রথমবারের জন্য পরিবর্তন আনা হয়েছিল গানের কথায়। বাদ পড়েছিল ‘গড সেভ দ্য ক্যুইন’ পঙক্তিটি। সেইসঙ্গে দু’ জায়গায় উল্লেখিত ‘সনস’ শব্দের পরিবর্তন করে লিঙ্গ-বৈষম্যহীন শব্দের প্রয়োগ করা হয়। তার প্রায় ৩৬ বছর পর আবারও বদলে গেল গানের কথা।

২০২০ সালের শুরুতেই এই গানের বদলের জন্য দাবি তুলেছিল অস্ট্রেলিয়া কমনওয়েলথ। সেই সংশোধনী দাবিতে সবুজ সংকেত দেয় অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল ডেভিড হার্লে। তবে কবে বা কী পরিবর্তন হচ্ছে— তা জানানো হয়নি আগে থেকে। অনেকটা উপহারের হিসাবেই যেন নতুন বছরে সেই চমক দিলেন প্রধানমন্ত্রী মরিসন। 

এদিন ঘোষণার সময় মরিসন উল্লেখ করেন, ঔপনিবেশ স্থাপনেরও বহু বহু যুগ আগে থেকে অস্ট্রেলিয়াকে সমৃদ্ধ করেছেন প্রায় ৩০০-রও বেশি জনগোষ্ঠীর মানুষ। তাঁদের উপস্থিতি এবং ভাষা অস্ট্রেলিয়াকে করে তুলেছে বহু-সাংস্কৃতিক ভূখণ্ড। তাঁদের অবদান যে কোনোভাবেই উপেক্ষা করা যায় না, তা স্পষ্ট করে দেন মরিসন। বর্ণবাদ এবং বৈষম্য পেরিয়ে এসে এক নতুন ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়াকে দেখা যাবে আগামীদিনে, এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী অজি প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
অস্ট্রেলিয়া থেকে পাড়ি দিয়েছিল এশিয়ায়, উদ্ধার ১০ কোটি বছরের প্রাগৈতিহাসিক ফুল

Powered by Froala Editor