পেটে বর্শা ঢুকিয়ে হত্যা, আফ্রিকায় মারা গেল বিলুপ্তপ্রায় গরিলা

বিশাল চেহারা, শক্তিশালী এবং ভয়ংকর। এই শব্দগুলো যে সমস্ত প্রাণীর সঙ্গে সবচেয়ে বেশি খাপ খায়, তাদের মধ্যে অন্যতম হল গরিলা। আফ্রিকার এই বিশাল এপ প্রজাতির প্রাণীটি নানা সময় নানা সিনেমার, গল্পের চরিত্র হয়ে উঠেছে। তবে তাদের বাস্তব অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। গরিলার বেশ কিছু প্রজাতি বিলুপ্তির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সেখানেই হানা দিল চোরাশিকারিরা। সম্প্রতি উগান্ডাতে এরকমই একটি বিলুপ্তপ্রায় সিলভারব্যাক গরিলাকে হত্যা করল চারজন চোরাশিকারি। যে ঘটনা আবারও প্রাণীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিল।

উগান্ডার বিউইন্ডি ইমপেনিট্রেবল ন্যাশনাল পার্ক ইউনেস্কোর অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। গরিলা তো বটেই, হাতি, অ্যান্টিলোপ-সহ অন্যান্য বহু বন্যপ্রাণের নিশ্চিত বাসস্থান এটি। সেখানেই থাকত রাফিকি। বিলুপ্তপ্রায় সিলভারব্যাক গরিলাদের অন্যতম প্রতিনিধি। সেইসঙ্গে পর্যটকদেরও অত্যন্ত প্রিয়। উগান্ডার এই পার্কে রাফিকির জনপ্রিয়তা ছিল প্রবল। সেই জুনের প্রথম দিনই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। চিন্তা বাড়ে পার্ক কর্তৃপক্ষের; বাড়ে আশঙ্কাও। সেই আশঙ্কা সত্যি করে পরে পার্কের ভেতরেই রাফিকির মৃতদেহ দেখা যায়। পরীক্ষা করে জানা যায়, তার পেটের ভেতর কেউ একজন বড়ো বর্শা ঢুকিয়ে দিয়েছিল। তার জেরেই মৃত্যু হয় রাফিকির। 

বিউইন্ডি ইমপেনিট্রেবল পার্কের এমন ঘটনায় নড়ে চড়ে বসে প্রশাসন। রাফিকির মৃত্যু শুধু একটি জনপ্রিয় প্রাণীর মৃত্যুই নয়; একটি বিলুপ্তপ্রায় সিলভারব্যাক গরিলারও মৃত্যু। এমনিতেই পৃথিবীতে এই প্রজাতিটির সংখ্যা কমে হয়েছে মাত্র এক হাজার। তার মধ্যে এই আক্রমণে শিয়রে সমনই দেখছেন পার্ক কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় যুক্ত চারজন চোরাশিকারিকেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে তদন্ত এখানেই শেষ নয়। এই প্রাণীগুলিকে বাঁচাতে কঠোর ব্যবস্থাও নিতে চলেছে উগান্ডার এই পার্ক।      

Powered by Froala Editor

আরও পড়ুন
ডাইনোসরের আমলেই বাস করত এই শিকারী স্তন্যপায়ী, 'অদ্ভুত জানোয়ার'কে ঘিরে রহস্য