প্রাণ ফিরে পাচ্ছে বইয়ের দোকান, লকডাউনেও লক্ষাধিক বই বিক্রি স্পেনে

করোনা আমাদের সবাইকে একঘরে করে রেখেছে। কোথাও বেরনো নেই, কেনাকাটি নেই, দোকানের সামনে খদ্দেরের ভিড় নেই। সমস্ত কিছু স্তব্ধ! কিন্তু যাঁরা বইপোকা, তাঁদের কী হাল? ঘরে যা ভাণ্ডার ছিল, সব হয়ত পড়া হয়ে গেছে। ই-বুক বা পিডিএফ পড়তেও বা কতক্ষণ ভালো লাগে। এই লকডাউনের মরসুমেও যাতে বই পড়া থেকে কেউ বিচ্ছিন্ন না হয়, আর বই বিক্রেতাও যাতে ভালোভাবে আবারও ফিরতে পারেন কাজে তারই উদ্যোগ নেওয়া হল। তবে ভারতে নয়, স্পেনে।

রাস্তায় যেতে যেতে পাশের ছোটো স্টল থেকে বই নিয়ে পড়তে পড়তে যাওয়ার একটা ব্যাপার আছে। কলকাতা বা স্পেনের কাতালুনিয়া— সব জায়গাতেই একই দৃশ্য। কিন্তু লকডাউন সেখানেই হানা দিয়েছে। লোকের বই কেনা হচ্ছে না, সেইসঙ্গে ওই স্টলে বসে থাকা মানুষটিও সমস্যায় পড়েছেন। এমন সময়ই উদ্যোগ নিল ‘লিব্রেরিস ওবেরতেস’ বা ওপেন বুকস্টোর ক্যাম্পেইন। এখন সমস্ত বইয়ের দোকানই বন্ধ স্পেনে। এরই মধ্যে মার্চের শেষের দিক থেকে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। উদ্যোক্তা কাতালুনিয়ার পাবলিশারদের একটি কো-অপারেটিভ ‘সোম’। এদের সঙ্গে যুক্ত আছে মরতেনসেন নামে একটি ডিজিটাল ডিজাইন এজেন্সিও। সবাই মিলে ফান্ড তৈরি করছে তারা, যাতে এই বই বিক্রেতাদের পরে অসুবিধার মুখে না পড়তে হয়। তারই মধ্যে একটু একটু করে চলছে বই কেনা। সেটা থেকেও টাকা আসছে। পুরোটাই যাবে এই দোকানগুলোর কাছে।

এপ্রিলের এখনও অবধি ৩০০০-এরও বেশি বই বিক্রি হয়েছে। মার্চে এই সংখ্যাটা লাখের অঙ্ক ছুঁয়েছিল। ৩০০টি দোকান এই কাজের মধ্যে যুক্ত হয়েছে, যাদেরকে সাহায্য করা হবে পরে। কাতালুনিয়া ছাড়িয়ে এর বিস্তৃতি এখন ভ্যালেন্সিয়াতেও পৌঁছেছে। হোক না লকডাউন; তাই বলে মানুষ একে অন্যের পাশে এসে দাঁড়াবে না?

Latest News See More