লকডাউনে মুক্তির খোঁজ, ‘বুনো ঝোপ’ সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষ

শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে চলমান জঙ্গলের কথা পড়েছেন? পাহাড়ের ঢাল দিয়ে উঠে এসেছিল ম্যাকবেথের মৃত্যুদূত। কিন্তু নিজের চোখে এমন কেউ দেখেছেন কি? রাস্তায় সশরীরে ঘুরে বেড়াচ্ছে একটা বুনো ঝোপ? এমন দৃশ্য রীতিমতো অবাক করার মতন।তবে ইংল্যান্ডের রাস্তায় সত্যিই দেখা গেল এই দৃশ্য। আর তার সাক্ষী থাকলেন ম্যুরে দম্পতি।

ডেভিস এবং নিকোলাস ম্যুরে অন্য অনেক মানুষের মতোই কোয়ারেন্টাইনে বন্দি। ঘরের মধ্যে দিন কাটে না, এদিকে বেরোনোর উপায় নেই। হঠাৎ জানলা দিয়ে দেখলেন একটি মজার দৃশ্য। আর সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে সেই ভিডিও পোস্ট করলেন সামাজিক মাধ্যমে। লকডাউনে স্তব্ধ রাজপথে একটুকরো মুক্তির ছবি নজর কেড়েছে অনেকের।

করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে স্তব্ধ সারা পৃথিবী। আমাদের দেশের মতোই লকডাউন শুরু হয়েছে ইংল্যান্ডেও। কিন্তু যাদের জীবন গতিময়, তাদের কি এভাবে আটকে রাখা যায়? অনেকেই কোনো জরুরি কাজের অজুহাতে বেরিয়ে পড়ছেন রাস্তায়। তবে এই মানুষটি তেমন কিছু করলেন না। বরং নিজেকে আপাদমস্তক ঢেকে ফেললেন সবুজ ঘাসের চাদরে। তারপর সবার দৃষ্টি এড়িয়ে নেমে পড়লেন রাস্তায়। দূর থেকে দেখে মনে হবে একটা গাছের ঝোপ। কিন্তু সেই গাছের ঝোপ রাস্তায় হাঁটছে, ছুটছে, হামাগুড়ি দিচ্ছে, গড়িয়ে পড়ছে। যেন জনশূন্য রাস্তায় জীবনের অম্লান আনন্দের উদযাপন করছেন।

তবে একেবারে নিজেকে লুকিয়ে রাখছেন, এমনটা নয়। ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরে নিকোলাস তাঁর আরেকটি অভিজ্ঞতার কথা জানান। খাবার সামগ্রী বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাঁরা রাস্তায় বেরোচ্ছেন, তাঁরা অনেকেই এই মানুষটিকে দেখে মজা পাচ্ছেন। ঝোপের আড়ালে থাকা মানুষটিও যেন সেটা উপভোগ করছেন। তাই তাঁদের দেখিয়ে গড়াগড়ি দিচ্ছেন রাস্তায়।

তবে এখনও অবধি কারোর খুব কাছে যেতে দেখা যায়নি তাঁদের। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে একটু শারীরিক দূরত্ব তো বজায় রাখতেই হবে। সেই উদ্দেশ্যেই তো লকডাউন। ঝোপের আড়ালে থাকা মানুষটি লকডাউনের আইন ভাঙলেও, ভাইরাসের সংক্রমণের ব্যাপারে নিরাপত্তা বজায় রাখছেন। তাই তাঁর অপরাধ ক্ষমা করে দেওয়া যায় বলেই মনে করছেন অনেকে। বরং বৈচিত্র্যহীন গৃহবন্দি জীবনে খানিকটা অন্যরকম আনন্দ দিতে পারছেন এই মানুষটি। সেইসঙ্গে এক অদূর ভবিষ্যতের আশা দেখাচ্ছেন, যখন আর ভাইরাসের ভয়ে বন্দি দশায় দিন কাটাতে হবে না। প্রত্যেকেই আবার স্বচ্ছন্দে রাস্তায় ঘুরে বেড়াতে পারব।