বেঙ্গালুরুর ডাঃ রেমা লুইসের গল্প। পেশায় তিনি ফিজিওথেরাপিস্ট। ছোটোবেলা থেকেই গাছপালার প্রতি তাঁর নিবিড় টান। সেই টানেই তিনি তাদের ডুপ্লেক্স ফ্ল্যাট ভরিয়ে তুলেছেন সবুজের সমারোহে। তবে শুধু সবুজের প্রতি টানের কারণেই নয়। একজন মা হিসেবে সন্তানের প্রতি কর্তব্যেও।
২০১০-এ, তিনি এবং তাঁর স্বামী ঠিক করেন, তাদের সদ্যজাতকে তাঁরা উপহার দেবেন এক সবুজ পৃথিবী। সেই সবুজ পৃথিবীর যাত্রা শুরু করেন বাড়িতে সোলার হিটার লাগানোর মাধ্যমে। তাতে বাড়ির পানীয় জল থেকে শুরু করে পুরোটাই আসে সৌর পদ্ধতিতে। ডাঃ রেমার মতে ‘পরিবেশ আমাদের চাহিদা পূরণ করতে সক্ষম কিন্তু আমাদের লোভ নয়। সকলের উচিত পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে রক্ষা করা।’ তাঁরা সোলার পিভি প্যানেলও বসান। তাদের বাড়ি সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত। সোলার প্যানেল লাগানোর আগে তাদের বিদ্যুৎ খরচ যা হত, বর্তমানে হয় তার দশভাগের একভাগ।
বাড়ির টিভি, পাখা, রেফ্রিজারেটর, এসি চিকিৎসাকেন্দ্রের যন্ত্রপাতিও চলে সৌরবিদ্যুতে। পুরো সোলার প্যানেল বসাতে খরচ হয়েছিল প্রায় আড়াই লক্ষ টাকা খরচ। তাঁর মতে ‘এককালীন দুবছরের বিদ্যুতের বিল দেওয়ার মতো ব্যাপার।’
সোলার প্যানেলের জোরে গাড়িও চালান তিনি অনায়াসে। এছাড়া তিনি তাঁর বাগানে পেঁপে, কুমড়ো, শসার চাষ করেন। এভাবে তিনি প্রতিদিন মাত্র ১৫ মিনিট ব্যয় করে নিজের চারপাশের প্রকৃতিকে বাঁচিয়ে রাখেন। বাঁচিয়ে রাখেন নিজের স্বার্থেই।