করোনার জেরে বাতিল উইম্বলডন, বিশ্বযুদ্ধের পরে এই প্রথম

২০২০ ইতিহাসের সাক্ষী থাকল কিছু অদ্ভুত ঘটনার। বলা ভালো, তৈরি করল ‘ইতিহাস’। গোটা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে করোনার প্রকোপ। আর তার প্রকোপেই বাতিল হল এ-বছরের উইম্বলডন টুর্নামেন্ট। আয়োজকদের তরফ থেকে বলা হয়, জনসমাগম এই পরিস্থিতিতে একদমই বাঞ্ছনীয় না। এতে বিপদ হতে পারে বহু মানুষের। আগামী বছর ২৮ জুন থেকে ১১ জুলাই আয়োজিত হবে এটি।

আরও পড়ুন
করোনা-আতঙ্কে পিছোল অলিম্পিক, বিশ্বযুদ্ধের পর এই প্রথম

লন টেনিসের আঁতুড়ঘর উইম্বলডন। ‘স্ফেয়ারিস্টাইক’ নামক সমগোত্রীয় একটি খেলার থেকেই কিছু বদল করেন ব্রিটিশ আর্মি জেনারেল ওয়াল্টার ক্লপটন উইংফিল্ড। ১৮৬৮ সালে জন্ম হয় লন টেনিসের। প্রথমে সীমাবদ্ধ ছিল উচ্চ এবং মধ্যবিত্তের মধ্যে। পরে সর্বজনীন এবং জনপ্রিয় হয়ে ওঠে লন টেনিস। তৈরি হয় ‘অল ইংল্যান্ড এন্ড ক্রোকেট ক্লাব’।

আরও পড়ুন
করোনা-আতঙ্ক ইউরোপ জুড়ে, পিছিয়ে গেল ২০২০ সালের ইউরো কাপ

এই ক্লাবের মাঠেই ১৮৭৭ থেকে হয়ে আসছে টেনিসের জগতে সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা উইম্বলডন। লন টেনিসের প্রতিযোগিতাগুলির মধ্যে যার বয়েস সব থেকে বেশি। শুধু মাত্র ১৯১৫-১৮ এবং ১৯৪০-৪৫ সালে বিশ্বযুদ্ধের সময়ই বন্ধ ছিল উইম্বলডন। শতাব্দীপ্রাচীন এই টুর্নামেন্টকে কাবু করতে পারেনি স্প্যানিশ ফ্লু-ও।
পিছিয়ে গেছে এ-বছরের অলিম্পিকও। অনুষ্ঠিত হবে ২০২১-এ। এবার সে-তালিকায় নাম লেখাল উইম্বলডনও। আপাতত লক্ষ্য একটাই। বিশ্বকে করোনার হাত থেকে সুরক্ষিত করা। আর কিছু না…