চেহারা বদলাচ্ছে উইকিপিডিয়া, এক দশক পর সংস্কারের পথে জনপ্রিয় তথ্যকোষ

ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, ব্যক্তিত্ব কিংবা বিজ্ঞান— যে কোনো বিষয়েই তথ্য সংগ্রহের কথা উঠলেই মানুষের মুখে উচ্চারিত হয় উইকিপিডিয়ার নাম। তথ্যকোষের সঙ্গেও সমার্থক হয়ে গেছে এই ওয়েবসাইট। তবে পৃথিবীর সর্বোচ্চ ব্যবহৃত রিসোর্স ওয়েবসাইট হওয়া সত্ত্বেও বহু পুরনো ইন্টারফেসকেই ধরে রেখেছিল উইকিপিডিয়া। এক দশকে এই প্রথমবারের জন্য পাল্টে যাচ্ছে সেই রূপ।

২০০০ সালে গোড়াপত্তন হয়েছিল এই ওয়েবসাইটের। ২০০১ সাল থেকে সাধারণের জন্য খুলে গিয়েছিল এই অনলাইন এনসাইক্লোপিডিয়া। পরিষেবা? বিনামূল্যেই। তবে গত ২০ বছরে ধীরে ধীরে বেড়েছে এই তথ্যকোষের ভাণ্ডার, মানও। বর্তমানে এখানে পাওয়া যায় প্রায় ৫ কোটি প্রবন্ধ। তাও প্রায় তিনশোটি ভাষায়। তবে ওয়েবসাইটের কন্টেন্ট যেভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক বছরগুলিতে, তাতে পুরনো ইন্টারফেসটি নেভিগেশনের জন্য অনেকটাই পিছিয়ে পড়েছিল প্রযুক্তিগত দিক থেকে। শেষ ২০০৯ সালে পরিবর্তন করা হয়েছিল উইকিপিডিয়ার। তাই পাঠকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

উইকিপিডিয়া ওয়েবসাইটটি ‘উইকিমিডিয়া’ নামক অলাভজনক সংস্থার দ্বারাই পরিচালিত হয়। বিনামূল্যে পরিষেবার পাশাপাশিই, বিরাট সংখ্যক ব্যবহারী থাকা সত্ত্বেও কোনো বিজ্ঞাপনের ব্যবহার করে না উইকিপিডিয়া। ফলে সংস্করণের এই বিপুল পরিমাণ খরচের জন্য পাঠকদের কাছেই দ্বারস্থ হয়েছিল সংস্থাটি অর্থসাহায্য চেয়ে। তাতে সাড়াও পেয়েছে কর্তৃপক্ষ। 

তবে এক্ষুনিই বদলাচ্ছে না ডেস্কটপ ইন্টারফেস। সংস্করণের প্রক্রিয়া যে দীর্ঘ এবং জটিলতর হতে চলেছে, তারই আভাষ দিয়েছে কর্মকর্তারা। ২০২১ সাল থেকে প্রকাশ্যে আসবে সেই ভার্সান। পরিবর্তিত হবে লোগো; সার্চ-টুল এবং সাইডবারের মধ্যেও আসবে নতুনত্ব। যেকোনো তথ্য খুঁজে পেতে এবার আরও সুবিধা হবে পাঠকদের। পাশাপাশিই ভাষা পরিবর্তনের জন্যও আলাদা ফিচার আনছে জনপ্রিয় ওয়েবসাইটটি। যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন ভাষাও। সেইসঙ্গে যে কোনো প্রবন্ধই যাতে সমস্ত ভাষায় পড়তে পারা যায়, সেই বিষয়টিকেও খেয়াল রাখছে উইকি-কর্তৃপক্ষ। তবে এতকিছুর পরেও আগামীতেও বিনামূল্যে পরিষেবা দিতে বদ্ধপরিকর স্বেচ্ছাসেবীরা...

Powered by Froala Editor