বন্ধ রেস্টুরেন্ট-বার-মিউজিয়াম-চিড়িয়াখানা, জমায়েত এড়াতে সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের

কোভিড১৯ নিয়ে সতর্কতা তুঙ্গে পৌঁছল এবার। রাজ্য সরকারের তরফে এর আগেই বন্ধ করা হয়েছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। সিনেমা হলও বন্ধ ঘোষণা করা হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। এমনকি, আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। এসবের মধ্যেই, আগামীকাল থেকে সমস্ত রেস্টুরেন্ট, পাব, বার, ক্লাব, নাইট ক্লাব, হুক্কা বার, ম্যাসাজ পার্লার, মিউজিয়াম, চিড়িয়াখানা বন্ধ করার নির্দেশ দিল সরকার।

আরও পড়ুন
পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক, জেনে নিন নতুন সূচি

মূলত যে-কোনো জমায়েত এড়াতেই এমন নির্দেশ। সরকারের পক্ষ থেকে বারবার নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, শহরে নিজের বাড়িতে সুস্থভাবে নিজেকে ঘরবন্দি রাখতে। প্রয়োজনীয় রেশনের যোগানও দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফেই। ৩১শে মার্চ অব্দি সমস্ত গণ জমায়েত বন্ধ থাকছে আপাতত। কোভিড১৯-এর আক্রমণের তৃতীয় ফেজ পেরনোর পরই বাকি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন
বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা – করোনা-রোধে সদর্থক ভূমিকা প্রশাসনের

রাজ্যে আজ তৃতীয় করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে। ইংল্যান্ড ফেরত দুই তরুণের পর এইবার স্কটল্যান্ড ফেরত তরুণীর দেহে মিলল করোনার উপস্থিতি। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২৯৯ জন। মৃতের সংখ্যা ৪। আশঙ্কা করা হচ্ছে, তৃতীয় ফেজে পৌঁছলে সংখ্যাটা দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা। তাই, এই ফেজটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন চিকিৎসকরাও। ইতিমধ্যেই কলকাতা থেকে ১৪০০০ বিদেশির নিখোঁজ হয়ে যাওয়ার খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে জনগণের মধ্যে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রেই আশঙ্কার পরিমাণ বেশি লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন
করোনা-আতঙ্ক ইউরোপ জুড়ে, পিছিয়ে গেল ২০২০ সালের ইউরো কাপ

এই পরিস্থিতিতে এমন ভয়াবহ সংক্রমণের পরেও কেন এতখানি অসচেতনতা জনগণের মধ্যে! কোনদিকে এগোবে গোটা দেশ? শাটডাউন নাকি সাময়িক দৈনিক বিরতি? চোখ থাকবে সেই খবরেও।

More From Author See More