ধোঁয়া নয়, বেরোবে জল— অভিনব গাড়ি প্রাক্তন রেসারের

আমরা যারা শহর বা মফঃস্বলে থাকি, তারা বড় রাস্তায় বেরোলে কী দেখতে পাই? প্রচুর গাড়ি, হর্নের বিকট শব্দ, আর ধোঁয়া। প্রতিদিন যার জন্য দূষণের মাত্রা বেড়েই চলেছে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, গাড়ির ধোঁয়া বেরনোর নল থেকে ধোঁয়া আর বেরোচ্ছে না। তার বদলে, বেরিয়ে আসছে জল! টাটকা জল!

সায়েন্স ফিকশনের গল্পের মতো লাগলেও, ঠিক এই কাজটাই করেছেন হুগো স্পাউয়ারস। প্রাক্তন এই মোটর কার রেসার নিজের কোম্পানি রিভারসিম্পলে তৈরি করেছেন এইরকমই একটি বিদ্যুৎচালিত গাড়ি। নাম ‘রাসা’। মূলত কমপ্রেসড হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করে গাড়িটি চালানো হয়। গাড়ির ফুয়েল সেল প্রধানত চালানোর বিদ্যুৎ জোগান দেয়। এই সময় এই হাইড্রোজেনের সঙ্গে বাতাসের অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। ঠিক যেমন এখনকার গাড়িতে ধোঁয়া তৈরি হয়। তারপর সেটা গাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়ির একদম পিছনে থাকা আলট্রা-ক্যাপাসিটর বিদ্যুৎ সঞ্চয়ও করে রাখে। ফলে সবদিক থেকেই পরিবেশের বন্ধু বলা যেতে পারে এই গাড়িটাকে।