জানলার কাচে ধাক্কা খেয়ে মারা যায় অসংখ্য পাখি!

মানুষের স্বেচ্ছাচারিতার জন্য প্রকৃতির রোষে পড়ছে প্রাণীরা। ১৯৭০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমেরিকা ও কানাডা থেকে প্রায় ৩ বিলিয়ন পাখি বিলুপ্ত হয়ে গেছে। সায়েন্স জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ৪৮ বছরে চড়ুই, ওয়ারব্লার্স, ব্ল্যাকবার্ডস এবং ফিঞ্চ পাখিগুলির সংখ্যা প্রায় ৫৩% হারে কমেছে। চারণভূমির থেকেও পাখির সংখ্যা কমছে কৃষিক্ষেত্রে। এর কারণ হিসেবে বলা যায় কৃষিক্ষেত্রে অত্যাধিক হারে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার।

রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের জন্যে কমে যাচ্ছে পাখিদের ওজন। তাই অভিবাসনের ক্ষমতাও হারাচ্ছে পাখিদের। এছাড়া বাড়ির পোষ্য বিড়ালের শিকার হিসেবে ও কাচের তৈরি স্লাইড জানলায় ধাক্কা খেয়েও পাখিদের সংখ্যা কমে যাচ্ছে দ্রুত। সমীক্ষা অনুযায়ী, স্লাইড গ্লাস উইন্ডোতে ধাক্কা লেগে মারা যায় প্রায় ৬০০ মিলিয়ন পাখি।

কিন্তু পরিস্থিতি এখনও বদলানো যেতে পারে। তার উপায় হল বৃক্ষরোপণ। হ্যাঁ, বৃক্ষরোপণের মাধ্যমে পাখির সংখ্যা বাড়ানো সম্ভব। আর? কমাতে হবে স্লাইড জানলার সংখ্যাও। তবেই ছবিটা বদলানো যাবে। মনে রাখতে হবে পাখিরাও বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এদের সংরক্ষণে এগিয়ে আসতে হবে মানুষকেই।