নতুন বছরে কলকাতার রাস্তায় ভিনটেজ গাড়ির কুচকাওয়াজ

কলকাতার রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে আছে পুরনো গাড়ি। কারোর বয়স ১০০, কারোর ৮০। শুধু বয়সও নয়, ঐতিহ্য ও ইতিহাসও ছুঁয়ে আছে তাদের। কোনওটা ছিল নজরুল ইসলামের, কোনওটা জ্যাকি শ্রফের। না, স্বপ্ন নয়। নতুন বছরে শহরের চার-চাকা প্রেমীরা এমনই অভিনব একটি আয়োজনের সাক্ষী থাকবেন।

অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এই প্রথমবার এমন কার র‍্যালির আয়োজন করছে। ভিনটেজ গাড়ি নিয়ে অনেকেরই কৌতূহল আছে, তাঁদের নিজেদেরও পছন্দের তালিকা আছে। এবার সেই গাড়িগুলোকেই চাক্ষুষ দেখতে পাবেন তাঁরা। ১৯৩২-এর ফোর্ড, ১৯৩০-এর জাগুয়ার, মার্সিডিজ-সহ প্রায় ৬০টি সিরিজের গাড়ি থাকবে এই র‍্যালিতে। থাকবে কাজী নজরুল ইসলামের ব্যবহৃত বেবি অস্টিনও। আগামী ৫ জানুয়ারি এটি অনুষ্ঠিত হবে। রুবি থেকে শুরু হয়ে বালিগঞ্জ, রাসবিহারী অ্যাভিনিউ, মিন্টো পার্ক, দেশপ্রিয় পার্ক হয়ে র‍্যালি থামবে ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে। দর্শকদের দেখার সুবিধার জন্য গাড়িগুলির গতিও কম রাখা হবে।