পাশাপাশি তিন ধর্মের প্রার্থনার স্থান গড়ে উঠল আবু ধাবিতে

সারা পৃথিবী জুড়েই ধর্মকে হাতিয়ার করে একের পর এক হিংসার ঘটনা ঘটছে। ভারতে এই দৃশ্য আরোই প্রকট। এমন পরিস্থিতিতেই, পাশাপশি তিন ধর্মের প্রার্থনার স্থান গড়ে উঠল আবু ধাবিতে৷ একটি মসজিদ, গির্জা এবং সিনাগগ(ইহুদীদের ধর্মস্থান)। এই তিনটি স্থানই প্রায় পাশাপাশি গড়ে তোলা হল আব্রাহাম ফ্যামিলি হাউজে। মজার ব্যাপার, এই তিন ধর্মেই আব্রাহামকে ঈশ্বর রূপে মান্য করা হয়।

পৃথিবীতে শান্তির বার্তা বহন করতেই পোপ ফ্রান্সিস ও আল আজহারের বড় ইমাম আহমেদ-এল-তায়েবের বদান্যতায় এমন সমন্বয় গড়ে উঠেছে। ২০২২ সালে এই উদ্যোগটি সম্পন্ন হবে। ইতিমধ্যেই দুবাইয়ের শাসক ভিত্তিপ্রস্তরে সই করে সহমত পোষণ করেছেন।

স্থাপত্যগুলির আকার ভিন্ন হলেও, প্রত্যেকটির চারদিকে রয়েছে একটি বাগান। এছাড়া সেখানে থাকবে একটি এডুকেশন সেন্টার ও মিউজিয়াম। প্রত্যেকটির নকশা ভিন্ন হওয়া সত্ত্বেও, অট্টালিকাগুলির সদর দরজাকে একই রকম রাখা হয়েছে। মসজিদের মুখ মক্কার দিকে, গির্জাটি সূর্যের দিকে এবং সিনাগগটি জেরুজালেমের দিকে মুখ করে বানানো হয়েছে। তিনটি স্থানে আলাদা আলাদা ভাবে প্রবেশ করা গেলেও একটি পোডিয়ামে এসে মিলিত হতে পারবেন সব ধর্মাবলম্বী মানুষ। আর সেখান থেকে দেখা যাবে এই তিনটি স্থানই।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সংযুক্ত আরব আমিরশাহীতে ইসলাম ধর্মের পাশাপাশি অনান্য ধর্মের অনুশীলন শিথিল করেছে সরকার। এই মুহূর্তে যেখানে পৃথিবী জুড়ে অশান্তি, ধর্মের কারণে ভারতের মতো উপমহাদেশও অশান্ত, সেই সব জায়গায় কি পৌঁছাবে না সর্ব ধর্ম সমন্বয়ের এই বার্তা?