পূর্বাভাস ছিল না ইয়াস-পরবর্তী জোয়ারের, বিধ্বস্ত সুন্দরবনের ‘ম্যানগ্রোভ ম্যান’ প্রণবেশ

“একবছর আগেই আমরা আমফানের তাণ্ডব দেখেছি। তবে এবারের ক্ষতি তার থেকেও ভয়ঙ্কর। আমফানের সময় ঝড় অনেক প্রবল হয়েছিল। কিন্তু এবারে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জলোচ্ছ্বাস। কাঁচা বাড়ি তো প্রায় সবই ভেসে গিয়েছে। আর পাকা বাড়িগুলোও অর্ধেক জলের তলায়।” বলছিলেন সাগরদ্বীপের ‘ম্যানগ্রোভ ম্যান’ প্রণবেশ মাইতি। তাঁর কথায়, “ঝড়ের পরেই যে জোয়ারের জল এসে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে, এই পূর্বাভাস আমাদের কাছে আগে ছিল না।”

সাগরদ্বীপের এক ছোটো কৃষক পরিবারের ছেলে প্রণবেশ। সুন্দরবনের মানুষের জীবন সংগ্রামকে দেখেছেন একেবারে কাছ থেকে। আয়লার মতো বিধ্বংসী ঝড়ের স্মৃতি মিলিয়ে যাওয়ার আগেই এসেছে আমফান। আর এবার ইয়াসের তাণ্ডবে জনজীবন আরও বিপন্ন। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচানোর উদ্দেশ্যে প্রণবেশ গড়ে তুলেছিলেন ‘সুন্দরবন গ্রিন এনভায়রনমেন্ট অ্যাসোসিয়েশন’। সেই দলকে নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন ইয়াসের প্রকোপে বিপর্যস্ত মানুষদের সাহায্য করতেও।

প্রণবেশবাবু জানালেন তাঁদের কাজের প্রতিকূলতার কথাও। “সমুদ্রের জল সবদিক ঘিরে ফেলেছে। যোগাযোগ ব্যবস্থা বলতে কিছুই নেই। তার মধ্যেই স্থানীয়ভাবে গোসাবা-কুমিরমারি অঞ্চলে আটকে পড়া মানুষদের খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছি।” ইতিমধ্যে এইসমস্ত জায়গায় কমিউনিটি কিচেনও গড়ে তোলা হয়েছে। “তবে দ্বীপ অঞ্চলে এখনও পৌঁছতে পারিনি আমরা।” বলছিলেন তিনি। প্রণবেশবাবু মনে করছেন আগামী ৭ দিনের মধ্যে জল নামার কোনো সম্ভাবনা নেই। তাই সাগরদ্বীপ, মৌসুনির মতো অঞ্চলে কীভাবে পৌঁছনো যায়, তাই নিয়েও ভাবনাচিন্তা চলছে। “আমাদের যতদূর সামর্থ্য আমরা নিশ্চই চেষ্টা করে যাব। কিন্তু এই ভয়ঙ্কর দুর্যোগ মোকাবিলা করার মতো পরিকাঠামো আমাদের হাতে নেই। চেষ্টা করছি সেটা যত দ্রুত গড়ে তোলা যায়।” বলছিলেন তিনি।

ইয়াসর আগাম পূর্বাভাস থাকলেও অনেকেই ভেবেছিলেন ঝড় হয়তো ওড়িশার দিকে চলে যাবে। ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাফিলতি হয়েছে অনেকটাই। তাছাড়া ঝড়ের সময় আশেপাশের স্কুল বা পাকা বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয় মানুষদের। কিন্তু ঝড়ের পর যে জলোচ্ছ্বাস এসেছে তাতেই জলবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এমনটাই জানালেন প্রণবেশবাবু। তাঁর আশঙ্কা, সমুদ্রের জল যেভাবে ঢুকে গিয়েছে তাতে আগামী ৩ বছর কৃষিকাজ প্রায় কিছুই সম্ভব হবে না। এই বিধ্বস্ত সুন্দরবনে দাঁড়িয়েই বেঁচে থাকার লড়াই চালাতে হবে মানুষকে। আগামী কঠিন দিনগুলিতে মানুষের সামনে ম্যানগ্রোভ অরণ্যের মতোই দাঁড়িয়ে থাকতে চান ‘ম্যানগ্রোভ ম্যান’ প্রণবেশ মাইতি।

আরও পড়ুন
বছরের পর বছর বিপর্যয় ‘টিকিয়ে রাখা’র শিকার সুন্দরবন?

Powered by Froala Editor

আরও পড়ুন
আলোচনায় ‘উপেক্ষিত’, ভাঙা মেরুদণ্ড নিয়ে ধুঁকছে শঙ্করপুরও