ক্ষয়ক্ষতি নেই ঝড়ে, পৃথিবীর প্রথম ‘হারিকেন-প্রুফ’ দেশ হতে চলেছে এই ছোট্ট দ্বীপটি

প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। শুধু ভারতে নয়, বাড়ছে অন্যান্য জায়গাতেও। বাড়ছে হারিকেনের সংখ্যা। আর এই হারিকেন ঠেকাতেই কোমর বেঁধে নেমেছে ডোমিনিকা দ্বীপ। সব ঠিক থাকলে, এই ছোট্ট ক্যারিবিয়ান দ্বীপটিই বিশ্বের প্রথম ‘হারিকেন প্রুফ দ্বীপ’ হিসেবে নিজেকে তৈরি করবে। গড়ে তুলবে প্রতিরোধ।

পৃথিবীর ভয়ঙ্করতম ঘূর্ণিঝড়গুলির মধ্যে হারিকেন অন্যতম। প্রতি বছর নানা দেশ এই হারিকেনের তাণ্ডবের মুখে পড়ে। অ্যান্টিগার কাছেই অবস্থিত এই ডোমিনিকা দ্বীপও সেই তাণ্ডবের মধ্যে পড়ে। দুই বছর আগে, ২০১৭ সালে হারিকেনের প্রভাবে প্রবল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় এই ক্যারিবিয়ান দ্বীপটি। এর আগেও বহুবার এমনটা হয়েছে। আর যাতে না হয়, তারই ব্যবস্থা শুরু করেছে তারা।

২০১৭-এর হারিকেনের পর ডোমিনিকার প্রধানমন্ত্রী যুদ্ধকালীন তৎপরতায় প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছিলেন। তারপর থেকেই একটু একটু করে তৈরি হচ্ছে এই দ্বীপ রাষ্ট্র। হারিকেন থেকে বাঁচার জন্য বিশেষ ভাবে বাড়ি বানানো হয়েছে। খাদ্য মজুতের সেন্টার, বাসিন্দাদের ঘর থেকে শুরু করে সবকিছু ঢেলে তৈরি করা হয়েছে। তবে সন্থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশের ওপর। যতটা সম্ভব নিজেদের চারিপাশটা পরিষ্কার রাখার চেষ্টা করছেন ডোমিনিকার বাসিন্দারা। আরও গাছ লাগানো, তাদের দায়িত্ব নেওয়া— সমস্ত কিছুর দিকেই নজর রাখছেন তাঁরা। যোগাযোগ ব্যবস্থার দিকেও উন্নতি করেছে। ডোমিনিকার আশা, আগামী দিনে হারিকেন-সহ অন্যান্য যে ঝড়গুলো হবে, সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা এর মধ্যেই তৈরি করে নেবেন তাঁরা। তৈরি করবেন বিশ্বের প্রথম ‘অ্যান্টি হারিকেন’ জায়গা।

More From Author See More

Latest News See More