রিভালবারহীন মূর্তি উধম সিং-এর, ফের বিতর্ক জালিয়ানওয়ালাবাগে

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইংল্যান্ড অবধি পৌঁছে গিয়েছিলেন তিনি। লন্ডনের মাটিতে গুলি করে হত্যা করেছিলেন জেনারেল ডায়ারকে। তিনি স্বাধীনতা সংগ্রামী শহিদ উধম সিং (Udham Singh)। জেনারেল ডায়ারকে রিভালবারের গুলিতে হত্যা করার ঘটনাই তাঁকে স্মরণীয় করে রেখেছে। অথচ তাঁর মর্মর মূর্তিতে নেই সেই রিভালবারই। সম্প্রতি জালিয়ানওয়ালাবাগকে ঘিরে বিতর্কের মাঝে উঠে এসেছে সেই ছবি। অবশ্য কেন মূর্তির হাতে রিভালবার নেই, তার কোনো উত্তর পাওয়া যায়নি। পুরোটাই কেন্দ্রের ইচ্ছা।

নবরূপায়ণের জন্য দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর অবশেষে খুলে গিয়েছে জালিয়ানওয়ালাবাগ। আর ঐতিহাসিক সেই স্থানের নতুন সাজসজ্জা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইতিহাস মুছে ফেলে জালিয়ানওয়ালাবাগকে একটা নান্দনিক উদ্যানে পরিণত করা হয়েছে বলে মনে করছেন অনেকেই। ঠিক এই সময় বিতর্ক উস্কে দিয়ে উঠে এসেছে উধম সিং-এর মূর্তির ছবি। যদিও ৩ বছর আগেই জালিয়ানওয়ালাবাগে মূর্তিটি স্থাপিত হয়। কিন্তু এতদিন সেভাবে কেউ খেয়াল করেননি। এখন দেখা গেল মূর্তির হাতে রিভালবারের বদলে রয়েছে এক তাল মাটি। কিন্তু কেন এভাবে দেখানো হয়েছে উধম সিং-কে? কম্বোজ জনজাতির সদস্য উধম সিং-কে শ্রদ্ধা জানাতে এই মূর্তি তৈরি করেছেন কম্বোজ মহাসভার সদস্যরাই। তবে তাঁরা জানিয়েছেন, মূর্তির হাত থেকে রিভালবার বাদ দেওয়ার বিষয়টি তাঁদের ইচ্ছা অনুসারে হয়নি। বরং কেন্দ্র সরকারের তরফ থেকেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল।

কম্বোজ মহাসভার প্রাক্তন সভাপতি নানক চাঁদ কম্বোজের পুত্র বিক্রম কম্বোজ জানিয়েছেন, বিগত ৩ দশক ধরে উধম সিং-এর একটি মূর্তি স্থাপনার জন্য দরবার করে আসছিলেন নানক চাঁদ। তিনি চেয়েছিলেন জালিয়ানওয়ালার পাশাপাশি সংসদ ভবনের কাছেও তৈরি হোক উধম সিং, ভগৎ সিং-দের মূর্তি। কিন্তু সমস্ত প্রধানমন্ত্রীকে একের পর এক চিঠি লেখার পরেও ইতিবাচক কোনো উত্তর মেলেনি। শেষ পর্যন্ত কম্বোজ মহাসভার সদস্যরা ঠিক করেছিলেন তাঁরা স্বতঃপ্রনোদিত হয়েই জালিয়ানওয়ালায় উধম সিং-এর মূর্তি তৈরি করবেন। আর ঠিক তখনই কেন্দ্রের তরফ থেকে একটি চিঠি আসে। তাতে বলা হয়, উধম সিং-এর হাতে রিভালবার থাকলে ভুল বার্তা যেতে পারে। অতএব তাঁকে নিরস্ত্র দেখাতে হবে।

প্রাথমিকভাবে অনেকে আপত্তি জানালেও শেষ পর্যন্ত কেন্দ্রের প্রস্তাব মেনে নেয় কম্বোজ মহাসভা। আর সেই অনুযায়ী ববি কম্বোজ তৈরি করেন এই ব্রোঞ্জের মূর্তিটি। ২০১৮ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মূর্তিটির উদ্বোধন করেন। যদিও এতদিন পর বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিক্রম এবং তাঁর ভাই দীপক। পাশাপাশি যেভাবে জালিয়ানওয়ালার নবরূপায়ণ হয়েছে, তারও বিরোধিতা করেছেন তাঁরা। দীপক নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছেন একটি বিষয়ের দিকে। জালিয়ানওয়ালায় যে মূর্তিগুলি বসানো হয়েছে, তাতে উধম সিং, ভগৎ সিং সহ কারোর নামের আগেই শহিদ শব্দটি লেখা নেই। এটাও তাঁদের প্রতি এক ধরণের অপমান বলেই মনে করছেন তিনি। দীপকের কথায়, বর্তমানে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত প্রতিটা দলের থেকেই ভগৎ সিং, উধম সিং-দের পথ ছিল আলাদা। তাই তাঁদের জনপ্রিয়তাকে কেবল ভোটের স্বার্থেই ব্যবহার করেন নেতারা। কিন্তু শহিদদের শ্রদ্ধা জানাতে শেখেননি তাঁরা।

এর মধ্যেই দীপক জানিয়েছেন, রাষ্ট্র বা বিচার বিভাগের তরফ থেকে অনুমতি পেলে তাঁরা নতুন করে মূর্তি তৈরি করতে আগ্রহী। এবং সেখানে অবশ্যই উধম সিং-এর হাতে রিভালবার থাকবে। কম্বোজ মহাসভার প্রত্যেক সদস্যই মনে করেন, রিভালবার ছাড়া উধম সিং-এর মূর্তি কল্পনা করা যায় না। কিন্তু এর জন্য কোনো ধরণের জটিলতা তৈরি হোক, তা তাঁরা চাইছেন না।

Powered by Froala Editor