৫ লক্ষ প্লাস্টিক বোতল দিয়ে তৈরি রিসর্ট, আন্দামান বাঁচাতে অভিনব উদ্যোগ ৪ বন্ধুর

চারিদিকে নীল সমুদ্রের মাঝে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। আর সেখানেই তৈরি হয়েছে একটি বিলাসবহুল রিসর্ট। আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে এমন একটা উদ্যোগে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই রিসর্টটি তৈরি হয়েছে অসংখ্য প্লাস্টিক বোতল দিয়ে। হ্যাঁ, ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, যা বর্তমানে পরিবেশ দূষণের অন্যতম বড়ো কারণ হিসাবে বিবেচিত, সেই জিনিস দিয়েই তৈরি হয়েছে আস্ত একটি রিসর্ট। আর সম্পূর্ণ উদ্যোগের পিছনে রয়েছেন চার বন্ধু। যারওয়ার পুরোহিত, অখিল ভার্মা, আদিত্য ভার্মা এবং রোহিত পাঠক।

২০১২ সালে ডাইভিং ইনস্ট্রাকটার হয়ে আন্দামানে আসেন যারওয়ার পুরোহিত। দিনের বেশিরভাগ সময়েই তেমন কোনো কাজ হাতে থাকত না। আর তখন সমুদ্রের উপকূল দিয়ে ঘুরতে ঘুরতেই নজরে আসত যেখানে সেখানে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল। দীর্ঘদিন আন্দামানে থেকে তিনি দেখেছেন, দ্বীপপুঞ্জের কোথাও প্লাস্টিক পুনর্ব্যবহারের প্রায় কোনো ব্যবস্থাই নেই। সেই থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন, যদি নিজের ব্যবসা শুরু করতে পারেন তাহলে তার উদ্দেশ্য হবে এই প্লাস্টিকের জঞ্জাল পরিষ্কার করা। এই ভাবনা বাকি তিনজন বন্ধুকে জানাতেই শুরু হয়ে গেল পরিকল্পনা।

ইতিপূর্বে ফ্রান্সে এ-ধরণের স্থাপত্য তৈরি হয়েছে বলে শুনেছিলেন তাঁরা। ইন্টারনেটে খোঁজ নিয়ে আরও বিশদ তথ্য সংগ্রহ করলেন। জানতে পারলেন, প্লাস্টিকের বোতলে মাটি ও পাথর ভরে দিয়ে বাড়ি তৈরির কাজে লাগালে তা সাধারণ ইঁটের বাড়ির থেকে ১০ গুণ বেশি শক্তিশালী হয়। আর সেইসঙ্গে ওয়াটারপ্রুফ তো হয়ই। শুরু হয়ে গেল সমুদ্র উপকূল থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করার কাজ। প্রায় ৫ লক্ষ বোতল এবং অসংখ্য রাবার ব্যান্ড দিয়েই তৈরি হল হ্যাভলক দ্বীপের আউটব্যাক রিসর্ট।

ইতিমধ্যে অনুরূপ আরও একটি রিসর্ট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে সেখানে থাকা-খাওয়ার বন্দোবস্তের পাশাপাশি অর্গ্যানিক ফার্মিং-এর ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন তাঁরা। বিশ্বব্যাপী পরিবেশ দূষণের সামনে এই উদ্যোগ হয়তো অতি ক্ষুদ্র। তবে এইসব ছোটো ছোটো উদ্যোগই তো বদলে দিতে পারে এই বিষাক্ত পৃথিবীর চেহারা।

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More