বাঁশের তৈরি টিফিনকৌটো, প্লাস্টিক রুখতে অভিনব উদ্যোগ মণিপুরে

কিছুদিন হল সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়েছে একটি ভিডিও। আসলে ভিডিওর মধ্যে দেখানো এক বিশেষ ধরনের পণ্য। অতি সাধারণ পণ্য। একটি টিফিন কৌটো। কিন্তু অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে এটি। কারণ আর কিছুই নয়, অন্যান্য টিফিন কৌটোর মতো প্লাস্টিক বা কোনো ধরনের ধাতু দিয়ে নির্মীত নয়। এটি তৈরি হয়েছে সম্পূর্ণ বাঁশ দিয়ে।

পরিবেশ রক্ষার উদ্দেশ্য নিয়ে পুনর্ব্যবহারযোগ্য পণ্যের চাহিদা বাড়াতে সম্প্রতি নানা স্তরে উদ্যোগ দেখা যাচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে আসছেন অনেক বেসরকারি গোষ্ঠীও। মণিপুরের চুরাচান্দাপুর এলাকার জোগাম বাম্বু তেমনই একটি গোষ্ঠী। মানুষের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহার করা যায় বাঁশকে। এমন অনেক পণ্যের পাশাপাশি জোগাম গোষ্ঠী নিয়ে এলো বাঁশের তৈরি টিফিন কৌটো। বাঁশের ফ্রেমের মধ্যে থরে থরে সাজানো অনেকগুলি পাত্র। প্রতিটি পাত্রের মুখে অনায়াসে আটকে যায় ঢাকনা। স্টিল বা প্লাস্টিকের তৈরি বাজারচলতি টিফিন কেরিয়ারের সঙ্গে এর এক জায়গাতেই পার্থক্য। সেটা উপাদানের। তবে আর একটা পার্থক্যের কথাও বলতে হয়। বাঁশের ব্যবহারের ফলে যে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে, তা কিন্তু বাজার মাত করে রাখা কোম্পানিগুলো দিতে পারে না। আর ঠিক এই কারণেই অসংখ্য নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে টিফিন কৌটো।

মণিপুরের বনবিভাগের অফিসার সুধা রমেন সামাজিক মাধ্যমে এই টিফিন কৌটোর একটি ভিডিও পোস্ট করেন। আর তার পরেই এই পণ্যটির কথা জানতে পারেন সারা দেশের মানুষ। তাই উৎপাদক গোষ্ঠীর পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন তিনিও। সম্প্রতি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে এইসব বায়োডিগ্রেডেবল পণ্যই বিশেষভাবে লড়াইয়ে অংশ নিতে চলেছে। সেখানে এই উদ্যোগ শুধু জনপ্রিয়তাতেই নয়, পরিবেশ রক্ষার কাজেও বিশেষ উল্লেখের দাবি রাখে।

Powered by Froala Editor

আরও পড়ুন
অসমে বন্যার হাত থেকে কয়েকশো মানুষকে বাঁচিয়েছে বাঁশের তৈরি বাড়িই

More From Author See More

Latest News See More