এই ছায়াপথেই রয়েছে অন্তত ৩৬টি ভিনগ্রহের সভ্যতা, বিজ্ঞানীদের গবেষণায় চাঞ্চল্য

এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধু আমরাই কি একমাত্র প্রাণ? পৃথিবীতেই কি জীবনের সভ্যতা রয়েছে? ভিন গ্রহের কোনো এক জায়গায় কি বসতি স্থাপন করেনি অন্য ‘প্রাণ’? এসব কথা আজকের নয়। বহু আগে থেকেই আমাদের মধ্যে বাসা বেঁধে আছে এমন কিছু প্রশ্ন। উত্তর আজও অজানা। সত্যিই কি তাই? সম্প্রতি নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়েই কথা বলেছে। আমাদের মিল্কি ওয়ে বা আকাশগঙ্গাতেই নাকি অন্তত তিন ডজন ‘এলিয়েন সভ্যতা’ রয়েছে!

বিভিন্ন জার্নালে প্রকাশিত এই গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, বিগত বহু বছর ধরেই বিজ্ঞানীরা এই বিশেষ ব্যাপারটি নিয়ে গবেষণা করে আসছেন। মানুষেরও এটা নিয়ে প্রবল উৎসাহ। তাই তো এত সায়েন্স ফিকশন, সিনেমাতে ভিনগ্রহীদের আগমন! তবে পৃথিবীই এক ও একমাত্র প্রাণের উৎস, এমনটা মানতে রাজি ছিলেন না অনেক বিজ্ঞানীই। যত প্রযুক্তি উন্নত হয়েছে, গবেষণার কাজও বেড়েছে। তারই একটি ফলাফল সামনে নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, মিল্কি ওয়ের ভেতরে এমন অন্তত ৩৬টি সভ্যতা নীরবে গড়ে উঠেছে। সেখানে বাস করছে আমাদেরই মতো কোনো প্রাণী। নিজেদের মতো গড়ে পিঠে নিচ্ছে সেই জায়গাটিকে। 

এই তথ্যটি কি হঠাৎ করে পাওয়া? বিজ্ঞানীরা বলছেন, একেবারেই নয়। বরং বিগত বহু বছর ধরে যে সমস্ত গবেষণা হয়ে আসছে, সমস্ত কিছু বিবেচনা করে, যাচাই করে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। অবশ্যই নতুন করেও গবেষণা করা হচ্ছে। সেই তথ্যও এখানে জুড়ে নিয়ে এসেছে এমন কিছু সংবাদ। তাঁদের মতে, সবথেকে কাছের ‘এলিয়েন সভ্যতা’টি হয়ত রয়েছে পৃথিবী থেকে ১৭ হাজার আলোকবর্ষ দূরে। এত বিশাল দূরত্ব পেরিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা একপ্রকার অসম্ভব। এছাড়াও অন্যত্রও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম আরও সভ্যতা। তবে সেসবের খবর কবে পাব আমরা, ‘তারা’ও কি আমাদের এখানে আসবেন, এমন উত্তর হয়ত এখনই পাওয়া যাবে না। 

Powered by Froala Editor

আরও পড়ুন
পিরামিডের মধ্যে পশুপাখির মমি, সঙ্গে সৌরবিজ্ঞানের নমুনা – চমকপ্রদ আবিষ্কার মিশরে