আগুন গিলে নিল পুরনো এই বইয়ের দোকানটিকে

কাটোয়ার বইপ্রেমী মানুষের সঙ্গে অনেক মধুর স্মৃতিতে জড়িয়ে আছে বামাপদ দত্ত অ্যান্ড সন্স। সত্তর-আশির দশকের কলেজপড়ুয়া যুবক-যুবতীদের কাছে এটাই ছিল অন্যতম বইয়ের ঠিকানা। এমনি কাটোয়া মহকুমার বেশিরভাগ গ্রামের যাত্রার নতুন নতুন বইয়ের সন্ধান দিতে এই দোকানটিই ছিল যাত্রাকুশলীদের একমাত্র ঠিকানা।

গতকাল অর্থাৎ শুক্রবার বিকালের দিকে বিরাট আগুনের শিখা দেখে দাঁড়িয়ে পড়ে পথচলতি মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, কাল দোকান খোলার সময়ই বিদ্যুৎ সংযোগ থেকে শর্টসার্কিট ঘটে এবং এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে দমকল বাহিনী দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় দশ লক্ষেরও অধিক টাকার বই পুড়ে ছাই হয়ে যায়।

দীর্ঘদিন ধরে ব্যবসাতে মন্দা চলার পর সম্প্রতি মালিক বদল হয়েছিল। নতুন মালিকদের হাতে পুরানো দোকানের হাতবদলের শুরুতেই এমন বিপত্তিতে আশ্চর্য সকলেই।

More From Author See More

Latest News See More