করোনার হাত থেকে সদ্যোজাতদের বাঁচাতে বিশেষ বর্ম থাইল্যান্ডে

করোনার সংক্রমণ রুখতে অনেক হাসপাতালই বন্ধ রেখেছে আঁতুড়ঘরগুলিকে। অন্য হাসপাতালগুলি সম্ভাব্য সমস্তরকমের সর্তকতা নিচ্ছে। তবে থাইল্যান্ডের একটি হাসপাতালের অভূতপূর্ব পদক্ষেপ চমকে দিয়েছে সকলকে। এই মহামারীর সংক্রমণ আটকাতে সদ্যজাতদের জন্য তারা ব্যবহার করছে একধরনের বর্ম। যা আগলে রাখবে সদ্যজাত শিশুর মুখ।

থাইল্যান্ডের পাওলো হসপিটাল সম্প্রতি তাদের ফেসবুক পেজে প্রকাশও করেছে সদ্যজাতদের ছবি। সেখানে শিশুদের মুখ ঢেকে রেখেছে মুখোশের মতো স্বচ্ছ একধরনের বর্ম। পাশাপাশি ছবিতে দেখা যাচ্ছে, ডেলিভারি ওয়ার্ডের সকলকেই সুরক্ষা পোশাক পরে থাকতে। সদ্যজাত শিশুদের রক্ষা করতে এমন পদক্ষেপ গ্রহণ করায়, হাসপাতাল কর্তৃপক্ষকে অভিবাদন জানিয়েছেন অনেকেই। আবার অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই মুখোশ অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে কি শিশুদের? হাসপাতালের তরফে জানানো হয়েছে যেহেতু সদ্যজাত শিশুরা বেশিরভাগ সময়ই নিদ্রাচ্ছন্ন থাকে, তাই এই বর্মের ব্যাপারে তাদের অসুবিধা হওয়ার কোনো কথাই না।

তবে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত কোনো উপযুক্ত প্রমাণ পাননি, কোভিড-১৯ আক্রান্ত মায়ের দেহ থেকে সন্তানের দেহে সংক্রমণ হয় কিনা। তবে যদি মায়ের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, তৎক্ষণাৎ সদ্যজাতকে মায়ের থেকে সাময়িকভাবে আলাদা করে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। এরকমই দুটি ঘটনার সাক্ষী থেকেছে চিন। উভয় ক্ষেত্রেই দু’ সপ্তাহের জন্য আলাদা করা হয়েছিল সন্তান এবং তার মা’কে। কৃত্রিম উপায়েই স্তন্যপান করানো হয়েছিল শিশুদের। তাতে শিশুদের স্বাস্থ্যের উপড় কোনো খারাপ প্রভাব পড়েনি। চিনের পাশাপাশি, সদ্যজাত শিশুদের রক্ষা করতে এবার অভিনব পথ দেখাল থাইল্যান্ডও।