গড় উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি, পৃথিবীর উচ্চতম পরিবার মিনেসোটায়

গতবছর বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসাবে গিনেস বুক (Guinness Book Of World Record) অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন তুরস্কের সুলতান কোসেন। তাঁর উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চিরও কিছুটা বেশি। তবে কোসেনের পরিবারে তিনি একাই ৬ ফুটের বেশি লম্বা। অন্যদিকে মিনেসোটার (Minnesota) ট্রাপ পরিবারের গল্পটা অনেকটাই অন্যরকম। ডুলুথ শহরের এই পরিবারটির বাড়িতে কোনো সিলিং ফ্যান নেই। দুর্ঘটনা এড়ানোর জন্যই এই ব্যবস্থা। কারণ পরিবারের কারোরই উচ্চতা ৬ ফুটের কম নয়। বাড়ির কর্ত্রী ক্রিসি ট্রাপকে নিয়েই বরং বিরক্ত তাঁর ছেলেমেয়েরা। কারণ তাঁর উচ্চতা মাত্র ৬ ফুট ৩.৫ ইঞ্চি।

সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে ট্রাপ (Trap Family) পরিবারও। সমীক্ষকদের মতে, তাঁরাই বিশ্বের সবচেয়ে লম্বা পরিবার। পরিবারের সবচেয়ে লম্বা মানুষটি বাড়ির ছোটো ছেলে অ্যাডাম ট্রাপ। তাঁর উচ্চতা ৭ ফুট ৪ ইঞ্চি। আর অ্যাডামের দিদি সাভান্নার উচ্চতা ৬ ফুট ৮.৫ ইঞ্চি। স্বাভাবিকভাবেই তাঁরা রাস্তায় বেরোলে পথচলতি বহু মানুষ তাঁদের দিকে তাকিয়ে থাকেন। কেউ কেউ হয়তো এগিয়ে এসে উচ্চতা জিজ্ঞেস করেন। এভাবেই বহু মানুষের সঙ্গে কথাবার্তা শুরু হয়। অ্যাডাম বা সাভান্না অবশ্য এতে বেশ খুশিই।

তাছাড়া উচ্চতা বেশি হওয়ার কারণে বাস্কেটবল খেলাতেও প্রত্যেকেই বেশ সাবলীল। অ্যাডাম সম্প্রতি খেলার জন্য স্কলারশিপও পেয়েছেন। সাভান্না অবশ্য কিছুদিন হল খেলাধুলো ছেড়ে দিয়েছেন। কারণ আজকাল তাঁর মাথায় যন্ত্রণা হয় প্রায়ই। ডাক্তার অবশ্য বলেছেন, মাথায় বহুবার আঘাত পাওয়ার কারণেই এরকম সমস্যা শুরু হয়েছে। অ্যাডাম এই বিষয়ে বেশ সচেতন। কোনো দরজা দিয়ে ঢোকার সময় মাথা নিচু করে তবেই ঢোকেন। তবে সাভান্না প্রায়ই হোঁচট খান। এই উচ্চতার জন্য কয়েকবার সিঁড়ি থেকেও পড়ে গিয়েছেন তিনি।

গিনেস বুকের হিসাব অনুযায়ী ট্রাপ পরিবারের গড় উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। পৃথিবীতে অন্য কোনো পরিবারের সদস্যদের গড় উচ্চতা এত বেশি নয়। নিজেদের এই বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বেশ গর্বিত ট্রাপ পরিবার। প্রতিবেশীদের অনুরোধেই গিনেস রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অ্যাডাম। অবশ্য রেকর্ড বুকে নাম তোলাটা সহজ ছিল না। প্রায় এক বছর ধরে চলেছে মাপজোক। শেষ পর্যন্ত চিকিৎসকদের মন্তব্য শুনে তবেই নিশ্চিত হয়েছেন সমীক্ষকরা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ট্রাপ পরিবারের জনপ্রিয়তা আরও অনেকটাই বাড়িয়ে দেবে বলে আশাবাদী তাঁরা।

আরও পড়ুন
জন্মের পর, দীর্ঘ ৯ বছর আঁধারযাপন, কলোম্বিয়ায় প্রচলিত এমনই রীতি

Powered by Froala Editor

আরও পড়ুন
দীর্ঘ আন্দোলনেই সাফল্য – কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের