৭২ ঘণ্টার মধ্যেই চালু হতে পারে রেল পরিষেবা, জানালেন মুখ্যসচিব

অন্যান্য পরিবহণ ব্যবস্থা চালু হয়ে গিয়েছে আগেই। কিন্তু শহরতলির যোগাযোগ ব্যবস্থার প্রাণ যে রেলওয়ে। লকডাউনের পর থেকেই বন্ধ রেল পরিষেবা। তবে অবশেষে জট কাটল। আর যত শীঘ্র সম্ভভ কলকাতা শহরতলিতে সাব-আরবান ট্রেন চালু করা হবে বলে জানিয়েছে রেল দপ্তর। সম্ভব হলে আগামী ৭২ ঘণ্টার মধ্যেই হাওড়া ও শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন চালু করা হবে। আজ বিকালে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে রেল দপ্তরের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন।

করোনা পরিস্থিতিতে সমস্ত রকম নিরাপত্তা মাথায় রেখে তবেই যাত্রী পরিবহণ চালু করা হবে। মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করা হবে। সেইসঙ্গে প্রতিটি কামরায় ৫০ শতাংশ যাত্রী পরিবহণ করা হবে বলে জানানো হয়েছে। সম্ভবত এক্ষেত্রেও মেট্রো রেলের মতো ই-পাশের ব্যবস্থা করা হবে। কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম লোকাল ট্রেন। প্রতিদিন হাওড়া ডিভিসনে ৪১৭টি এবং শিয়ালদা ডিভিসনে ৯১৫টি লোকাল ট্রেন চলাচল করে। তবে বর্তমান সময়ে মাত্র ১০-১৫ শতাংশ ট্রেন চলবে বলে জানানো হয়েছে।

রেল দপ্তর থেকে অবশ্য জানানো হয়েছে রাজ্য চাইলে তিনদিনের মধ্যেই ট্রেন চালু করা হবে। কিন্তু এখনই তাড়াহুড়ো করতে রাজি নয় রাজ্য। আগামী ৫ তারিখ আবারও বৈঠকের মাধ্যমে চূড়ান্ত টাইম-টেবিল তৈরি করা হবে। এর আগে লোকাল ট্রেন চালু করার কথা উঠলেও রেল দপ্তরের আপত্তিতে তা সম্ভব হয়নি। অবশেষে একটি সমাধানসূত্র পাওয়া গেল বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নিত্যযাত্রী - সকলেই।

Powered by Froala Editor

আরও পড়ুন
মুম্বাইয়ে আজ থেকে চালু লোকাল ট্রেন, দাবি বাড়ছে বাংলাতেও