খেলার দুনিয়ায় যা যা ‘শিরোনাম’ হয়ে উঠল এই বছর

চলে যাচ্ছে আরও একটা বছর। সমস্ত ক্ষেত্রেই মিশে আছে জয়, পরাজয়, আশা, সঙ্গে হতাশাও। আর এই শব্দগুলো বারবার একটি নির্দিষ্ট দিকে নিয়ে যায় আমাদের। খেলা। ক্রীড়াজগতে নানা ঘটনা ঘটে গেছে এই বছর। সেখান থেকেই বাছাই করা কয়েকটি থাকল আপনাদের জন্য। চলুন, খানিক ফিরে দেখা যাক—

মেহুলি ঘোষ

বয়স এখনও ২০-ও ছোঁয়নি। এর মধ্যেই শুটিংয়ে একের পর এক মাইলস্টোন পেরিয়েই যাচ্ছেন বাংলার মেহুলি ঘোষ। এইবছর নেপালে আয়োজিত সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ও ব্যাক্তিগত— দুটি বিভাগেই সোনা জিতেছেন তিনি। আর ব্যক্তিগত বিভাগে মেহুলি পদক জিতেছেন বিশ্বরেকর্ড গড়ে। এখন যাবতীয় লক্ষ্য দিল্লির শুটিং বিশ্বকাপ। ভাল ফল করলে মিলবে অলিম্পিকের টিকিট। সেখানেই এখন পাখির চোখ মেহুলির।

পিভি সিন্ধু

২০১৯-এর ব্যাডমিন্টন পুরোটাই সিন্ধুময়। এইবছর প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতলেন তিনি। এর আগেও খেতাবের একদম কাছে এসে হেরে গেছেন তিনি। সে অলিম্পিক হোক, বা বিশ্বকাপ। এবার প্রথম থেকেই যেন চ্যাম্পিয়ন হতেই নেমেছিলেন সিন্ধু। জাপানের প্রতিপক্ষ ওকুহারাকে স্ট্রেট সেটে হারান তিনি। বিশ্বের মঞ্চে আবারও বাজল ‘জন-গণ-মন’। এবার, লক্ষ্য আরও এক পদকের। অলিম্পিক।

মেরি কম

ভারতের ক্রীড়াজগতে তো বটেই, গোটা বিশ্বের বক্সিং জগতের এক কিংবদন্তি নাম মেরি কম। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ৩৬ বছর বয়সেও একই রকম শক্তিশালী। এইবছরের শুরুতেই এক নম্বর জায়গাটা আবারও পাকা করে ফেলেন তিনি। এছাড়াও, জুলাইতে প্রেসিডেন্টস কাপে ৫১ কেজির বক্সিংয় বিভাগে সোনা যেতেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নিশ্চিত করেন পদক। সম্প্রতি অলিম্পিক কমিটি মেরি কমকে ২০২০ অলিম্পিকের অ্যাম্বাসাডর গ্রুপে মনোনীত করেন। মেরি কম থামেননি এখনও। আরও পদকের আশায় আমরা।

স্মৃতি মান্ধানা

ভারতীয় মহিলা ক্রিকেটে এই সময়ের অন্যতম মুখ এই বাঁ-হাতি ওপেনার। এই বছরেই গড়ে ফেললেন আরও একটি রেকর্ড। একদিনের ক্রিকেটে মাত্র ৫১ ইনিংসেই ছুঁয়ে ফেললেন ২০০০ রান। বিশ্ব ক্রিকেটে দ্রুততম ২০০০ রান করার তালিকায় তিনি এখন তিন নম্বরে। ভারতে স্মৃতির আগে শুধু শিখর ধাওয়ান। তবে শুধু তাই নয়, স্মৃতি মান্ধানা ছাপিয়ে গেলেন বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, নভজ্যোত সিং সিধুকে। শুধু ছেলেরাই নয়, ভারতে ক্রিকেটে মেয়েরাও একইভাবে এগোচ্ছে, স্মৃতি মান্ধানারাই তাঁর প্রমাণ।

হিমা দাস

শুধু অসমই নয়, ভারতের অ্যাথলেটিকের সাম্প্রতিক দৌড়ে হিমা দাস অন্যতম নাম। এই বছরও ছিলেন স্বপ্নের ফর্মে। এই বছর জুলাইতে ১৯ দিনে পাঁচটা আন্তর্জাতিক সোনা জিতলেন তিনি। ইউরোপে পোজনান, কুতনো, কলদোনো, তাবর ও চেক রিপাবলিক— এই পাঁচটি অ্যাথেটিক্স প্রিক্সে সোনা জেতেন হিমা। সব মিলিয়ে ভারত আবার আশা দেখতে শুরু করেছে অসমের এই ১৯ বছরের সোনার মেয়ের মধ্যে।

জাপানে প্রথমবার রাগবি বিশ্বকাপ

রাগবি খেলিয়ে দেশ হিসেবে খুব একটা পরিচিতি নেই। তাও এই খেলার সেরা উৎসবটি আয়োজন করতে পিছপা হল না জাপান। ২০১৯-এর সেপ্টেম্বরে প্রথমবার জাপানে অনুষ্ঠিত হল রাগবি বিশ্বকাপ। এটি নবম আয়োজন। প্রথম ম্যাচেই রাশিয়াকে হারিয়ে শুভ সূচনা করে জাপান। এই বছরের রাগবি বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকা।

প্রয়াত বব উইলিস

১৯৭১ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল। আর তারপর? বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা পেসারের তকমাটা পেটে দেরি হয়নি খুব। সেই তিনিই অবশেষে হার মানলেন থাইরয়েড ক্যানসারের কাছে। ৪ ডিসেম্বর ক্রিকেটের জগত থেকে চলে গেলেন বব উইলিস। চলে যাওয়ার মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা মনে করেন ১৯৮১-এর সেই স্বপ্নের স্পেলটা। মাত্র ৪৩ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন বব। অস্ট্রেলিয়ার নিশ্চিত জেতার আশাকে নিজের হাতে ভেঙে দিয়েছিলেন তিনি।

মাইকেল শুমাখার: প্রত্যাবর্তনের আরেক নাম

২০১৩ সাল। গোটা বিশ্বের ক্রীড়াজগত হঠাৎই পায় একটা খারাপ খবর। স্কিইং করতে গিয়ে গুরুতর আঘাত পান কিংবদন্তি রেসার মাইকেল শুমাখার। যারা এফ-ওয়ান রেসিংয়ের ভক্ত, বা খেলা নিয়ে উৎসাহ আছে, তাঁরা এক কথায় জানবেন শুমাখারকে। সেই আঘাত লাগার পর একদম কোমায় চলে যান। দীর্ঘ কয়েক বছর যমে-মানুষে টানাটানি চলে। সেই টানাটানি এখনও থামেনি। কিন্তু তার মধ্যেও ভাল খবর এল এই বছর। শুমাখার চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কোমা থেকে একটু একটু করে ফিরছেন তিনি। হ্যাঁ, সর্বকালের সেরারা এরকমভাবেই বোধহয় ফিরে আসেন। এখন গোটা বিশ্ব অপেক্ষায় তাঁর সম্পূর্ণ সুস্থ হওয়ার খবরের জন্য।