হয়রানির শিকার বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর পুত্র, বিমা-কে অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের

করোনার আবহে বেসরকারি হাসপাতালগুলিতে সাধারণ মানুষের হয়রানির খবর বিক্ষিপ্তভাবে আসছিলই কয়েকদিন ধরে। এবার এই ঘটনার শিকার হলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ছেলে রমেন বসু। বিমা থাকা সত্ত্বেও তাঁকে নার্সিংহোম থেকে ছাড়া পেতে নগদ টাকায় বিল মেটাতে জোর করল কর্তৃপক্ষ।

স্ত্রীয়ের মৃত্যুর পরে রমেনবাবুর বসবাস কোন্নগরের একটি হোমে। গত ১১ তারিখ তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে শরৎবোস রোডে পদ্মপুকুরের কাছে এক বেসরকারি নার্সিংহোম ভর্তি করা হয় তাঁকে। বিমা’র কথা জেনেই ভর্তি করতে রাজি হয়েছিল নার্সিংহোম কর্তৃপক্ষ, অভিযোগ উঠছে এমনটাই।

গত ১২ তারিখে তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসে ১৪ তারিখে। তারপরই হঠাৎ বেঁকে বসে নার্সিংহোম কর্তৃপক্ষ। দাবি করে, নগদ টাকা দিলে তবেই ছাড়া পাবেন রোগী। তাঁর ভাইঝিকে তৎক্ষণাৎ ১ লক্ষ টাকা জমা দিতে বলেছিল নার্সিংহোম কর্তৃপক্ষ। পরে সেই অঙ্কই গিয়ে দাঁড়ায় ৩ লক্ষ টাকায়। রাজি না হয়ে প্রশাসনিক মহলে যোগাযোগ করেন তিনি। তাতে মতি বদলায় নার্সিংহোম কর্তৃপক্ষের। ছাড়া পান রমেন বসু। তবে ঘটনা জানাজানির পর থেকে যোগাযোগ করছেন না নার্সিংহোমের কর্ণাধার-সহ কর্তৃপক্ষের একাধিক আধিকারিক-ই।

বর্তমানে রমেন বসু সুস্থই আছেন বলে পারিবারিক সূত্রে খবর। করোনা ভাইরাসকে হারিয়ে হোমেই ফিরেছেন তিনি। তাঁর রিপোর্ট এখন নেগেটিভ। কিন্তু এই ঘটনার পরে প্রশ্ন থেকেই যাচ্ছে রাজ্যের বেসরকারি স্বাস্থ্যব্যবস্থা নিয়ে। এই অরাজকতার শেষ টানতে প্রশাসন কী পদক্ষেপ নেবে, তার দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ...

আরও পড়ুন
ক্ষুধার্ত শিশুকে নির্যাতন-ধর্ষণ প্রতিবেশীর, অমানবিক ঘটনার সাক্ষী তামিলনাড়ু

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনা ‘ছড়ানো’র অভিযোগ, নিজের আবাসনেই হেনস্থার মুখে পিয়ারলেসের চিকিৎসক