মারণ ভাইরাসে আক্রান্ত হলেন উসেইন বোল্ট, জন্মদিনের পার্টি খুলে দিল সংক্রমণের দরজা

করোনায় আক্রান্ত হলেন পৃথিবীর দ্রুততম মানব উসেইন বোল্ট। নিজেই ট্যুইটার অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। গত শুক্রবারই ৩৪ বছরে পা দিয়েছিলেন স্প্রিন্টজগতের এই মহাতারকা। আর সেই আনন্দের মুহূর্তই ডেকে আনল বিপত্তি।

অলিম্পিকের আটবারের স্বর্ণবিজয়ী ট্যুইটারে জানান, শনিবার তাঁর করোনার পরীক্ষা করা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ আসে তাঁর। তবে তেমন কোনো উপসর্গ এবং শারীরিক অসুবিধা না থাকায় স্বাস্থ্য দপ্তরের পরামর্শ নিয়েই বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন এই জামাইকান তারকা।

জন্মদিন উপলক্ষে গত শুক্রবার বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন তিনি। বন্ধুবান্ধব, পরিচিত এবং সহ-তারকারা সঙ্গ তাঁকে দিয়েছিলেন সেখানে। গুঞ্জন উঠেছে, সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেটার ক্রিস গেইল ও ফুটবলার রহিম স্টার্লিং-ও। বলাই-বাহুল্য এই পার্টিতে বিঘ্নিত হয় সামাজিক দূরত্বের বিধি। উৎসবের আমেজই খুলে দেয় মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার দরজা।

আইসোলেশনে থাকাকালীনই ওই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদেরই কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করেছেন তিনি। জানিয়েছে যেন অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব করোনার পরীক্ষা করিয়ে নেন তাঁরা। 

আরও পড়ুন
করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, রয়েছেন আইসোলেশনে

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভর্তি হচ্ছেন হাসপাতালে