‘অন্ধকার’ সুন্দরবনে আলো ফেরাতে পৌঁছে যাচ্ছে সোলার ল্যাম্প

একটা ঝড় বদলে দিল দক্ষিণবঙ্গের চিত্রটাই। এমনিতেই সুন্দরবন ও অন্যান্য অংশগুলি প্রতি বছরই ঝড়, দুর্যোগ ও বন্যার পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। নোনা জলে ভেসে যায় সব জায়গায়। কিন্তু আমফান আরও বড়ো ক্ষতির মুখে ঠেলে দিয়েছে বাদাবনের গ্রামগুলোকে। খাবার নেই, জল নেই; মাথার ওপর ছাদ নেই। সেইসঙ্গে আলোও নেই। রাতের বেলায় থমকে আছে সমস্ত কাজ, পড়াশোনা। এবার সুন্দরবন ও দক্ষিণ চব্বিশ পরগণার ওই মানুষগুলোর কাছে আলো পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন কয়েকজন। ত্রাণের তালিকায় এবার যুক্ত হল সোলার ল্যাম্প এবং খাতা।

‘কোয়ারান্টাইন স্টুডেন্ট ইয়ুথ নেটওয়ার্ক’ এবং ‘এডুকেশন ফর অল’-এর যৌথ উদ্যোগে এই কাজটি করা হচ্ছে। এর আগেও তাঁরা ত্রাণ দিতে পৌঁছে গিয়েছিলেন সুন্দরবনের গ্রামগুলোয়। খাবার, ত্রিপল, জামা, পরিষ্কার জল তো অনেকেই দিচ্ছে। কিন্তু আরও একটা ব্যাপার নজরে পড়ল তাঁদের। বলা ভালো, সেখানকার কিশোর-তরুণ ছেলেমেয়েরাই সেই দিকটার কথা বলল। নতুন করে বাঁধ তৈরি হচ্ছে; জমিতে, পুকুরে ঢুকে পড়া নোনা জলও বের করা হচ্ছে। কিন্তু আলো এখনও আসেনি ওই অঞ্চলে। সম্পূর্ণ বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। দিনের বেলা তো কাজ করতে করতেই কেটে যাচ্ছে সবার। রাতের বেলা ঘন অন্ধকারে কাটছে জীবন। বিশেষ করে অসুবিধায় পড়েছে ছাত্রছাত্রীরা। উচ্চমাধ্যমিকের এখনও কিছু পরীক্ষা বাকি। এছাড়াও কলেজের ক্লাস, পরীক্ষা, পড়াশোনা— সব কিছুই আটকে আছে আলো না থাকার জন্য। কেরোসিনের আলো বেশিক্ষণ ব্যবহারও করা যাচ্ছে না। 

আরও পড়ুন
নিজের লেখা বই বিক্রি করেই ত্রাণ তহবিলে দু’লক্ষ টাকা দান, বিরল কীর্তি বাঙালি লেখকের

এমন অবস্থাতেই সেই পড়ুয়াদের কাছে আলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল এই দুটি মঞ্চ। ত্রাণের অন্যান্য সামগ্রী ছাড়াও সেখানে সোলার রিচার্জেবল এলইডি ল্যাম্প পৌঁছে দিচ্ছেন মঞ্চের সদস্যরা। যাতে দিনের বেলায় সূর্যের আলোর মাধ্যমেই চার্জ করে নিতে পারে পড়ুয়ারা; রাতটা আর অন্ধকারে কাটাতে হবে না তাহলে। সেই সঙ্গে পৌঁছে দেওয়া হচ্ছে খাতাও।প্রথম দফায় হিঙ্গলগঞ্জে পৌঁছে গেছে ২০০টি সোলার ল্যাম্প। পরে আরও ২০০টি পাঠানো হবে ছোটো মোল্লাখালি, মন্মথনগর, সাতজেলিয়া-সহ আরও বেশ কিছু জায়গায়। একজন তরুণ বা তরুণীর পড়াশোনা করার স্বপ্ন যেন অন্ধকারে না থাকে, কোনো আমফান যাতে সেখানে আঘাত না করে, সেটাই দেখছে তারা। 

আরও পড়ুন
ফিরেছেন চিকিৎসাক্ষেত্রে, আমফান-বিপর্যস্তদের জন্য ত্রাণও সংগ্রহ করছেন ‘মিস ইংল্যান্ড’ বঙ্গতনয়া

Powered by Froala Editor

আরও পড়ুন
বিপর্যয় মোকাবিলায় ১০০০ কোটি টাকা ত্রাণ কেন্দ্রের