ফিরেছেন চিকিৎসাক্ষেত্রে, আমফান-বিপর্যস্তদের জন্য ত্রাণও সংগ্রহ করছেন ‘মিস ইংল্যান্ড’ বঙ্গতনয়া

গতবছর ‘মিস ইংল্যান্ড’ খেতাব জয়ের পর, ইউরোপের গ্ল্যামার জগতের এক পরিচিত মুখ ভাষা মুখার্জি। প্রবাসী ভারতীয় ভাষা একজন চিকিৎসক। তবে অভিনয় জগতে প্রবেশের পর আর সচরাচর অনুশীলনের মধ্যে থাকেন না। কিন্তু বর্তমানে পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনিই হাজির গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে। ইংল্যান্ডে করোনা আক্রান্ত মানুষদের চিকিৎসায় ব্যস্ত রেখেছেন নিজেকে। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও কি নিজের দেশের কথা ভুলে থাকা যায়? যে শহরে তাঁর জন্ম এবং বেড়ে ওঠা, সেই কলকাতাও এখন বিপদের সঙ্গে লড়াই করছে। শুধু করোনা তো নয়, সেই সঙ্গে আমফানের তাণ্ডবে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। তাই আরেক মহাদেশে বসেও চিন্তিত ভাষা মুখার্জি।


দক্ষিণবঙ্গে আমফানের তাণ্ডবে যে ক্ষতি হয়েছে, তার খবর এখন সবদিকে ছড়িয়ে পড়েছে। দেশে এবং দেশের বাইরেও শুরু হয়েছে ত্রাণ সংগ্রহ কর্মসূচি। সুদূর ইংল্যান্ডে বসে সেই কাজই করছেন ভাষা মুখার্জি। ইংল্যান্ডের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক দীর্ঘদিনের। তার মধ্যে ঔপনিবেশিক ইতিহাসও যেমন আছে, তেমনই আছে বন্ধুত্বের ইতিহাস। এবারে কি এদেশের দুর্গত মানুষদের পাশে দাঁড়াবেন না ইংল্যান্ডের মানুষ?


তবে সম্প্রতি 'টাইমস নাও'কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভাষা মুখার্জি জানিয়েছেন, তাঁর একার উদ্যোগ আসলে বড়ো কোনো পরিবর্তন ঘটাতে পারবে বলে তিনি মনে করেন না। এই সংকট আসলে একটি সার্বিক অর্থনৈতিক সংকট। আর এর মোকাবিলা করতে এগিয়ে আসতে হবে সমস্ত মানুষকেই। প্রত্যেককে পাশের মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। আর তাহলেই এই সংকট থেকে উদ্ধার পাওয়া সম্ভব। নাহলে চারিদিক থেকে প্রকৃতি যেভাবে ঘিরে ধরেছে, তাতে শেষের শুরু আর বেশি বাকি নেই।

Powered by Froala Editor