দৃষ্টিহীনদের জন্য ‘স্মার্ট লাঠি’ তৈরি করলেন আরেক দৃষ্টিহীন

কোথাও যেতে হলে, বা হাঁটতে চলতে গেলে আমাদের ভরসা দুটো চোখ, আর গুগল ম্যাপ। কিন্তু যাঁদের দৃষ্টি ক্ষীণ, বা একেবারেই যারা দেখতে পান না, তাঁরা কী করবেন? শুধুমাত্র তাঁদের কথা ভেবেই একজন তৈরি করলেন একটি বিশেষ লাঠি এবং বিশেষ মোবাইল অ্যাপ। প্রসঙ্গত, যিনি তৈরি করলেন, তিনি নিজেই দৃষ্টিহীন!

কারসাট সেলান এবং তাঁর আবিষ্কৃত ‘উই ওয়াক’ দৃষ্টিহীনদের চলাফেরার সমস্যার সমাধান হয়ে উঠছে। ঘটনাচক্রে, কারসাট নিজে দেখতে পান না। তাই রাস্তাঘাটে চলতে গেলে অসুবিধাটা টের পেয়েছিলেন। তখন থেকেই এর সমাধানের পথ খোঁজা শুরু। তাঁর তৈরি করা এই ‘স্মার্ট কেন’ একটি বিশেষ ধরণের লাঠি। যেখানে আছে ইন-বিল্ট একটা স্পিকার, সেইসঙ্গে ব্লুটুথের সাহায্যে নিজের স্মার্টফোনকেও এটির সঙ্গে যুক্ত করা যায়। এছাড়াও, গুগল ম্যাপ আর ভয়েস অ্যাসিসটেন্টের সুবিধাও থাকবে সেখানে। যার ফলে একজন দৃষ্টিহীন যখনই রাস্তায় হাঁটবে, তখন সামনে কোনও দেওয়াল বা বাধা কিছু আছে কিনা সেটা এই যন্ত্রটি সহজেই বলে দিতে পারবে। যার ফলে, অন্যের ওপর নির্ভরশীল না হয়েও ভালভাবে চলাফেরা করতে পারবেন দৃষ্টিহীনরা।  

More From Author See More