আমাজনকে বাঁচাতেই হবে, শত্রুতা ভুলে এককাট্টা আদিবাসীরা

কথায় বলে, শত্রুর শত্রু আমার বন্ধু। অনেক সময়ই দেখা যায়, পরিস্থিতি যখন গুরুতর, তখন শত্রুরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক যেমন ঘটছে ব্রাজিলে। প্রায় একমাস ধরে খবরে শিরোনামে রয়েছে আমাজন। পৃথিবীর ‘ফুসফুসের’ এক বিরাট অংশের ক্ষতি হয়ে যাওয়া, এবং সেই প্রসঙ্গে সরকারের অনমনীয় মনোভাব মেনে নিতে পারছেন না আমাজনের আদিবাসীরা। তাই একসময় যে গোষ্ঠীগুলো একে ওপরের শত্রু ছিল, তাঁরা সবাই একসঙ্গে হাত ধরেছে। উপলক্ষ, আমাজনকে বাঁচাতে হবে।

ঠিক যেমন কায়াপো এবং পানারা। একটা সময় এই দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এমনকি সেই সংঘর্ষ, যুদ্ধের আকারও নিয়েছে। বহু বছর পর, আজ এই দুটি গোষ্ঠী নিজেদের মধ্যে সমঝোতা করেছে। একসঙ্গে হাত মিলিয়েছে। তাঁরা মনে করছে, এই মুহূর্তে ব্যক্তিগত ঝামেলার ঊর্ধ্বে আরও একটা প্রধান সমস্যা এসেছে। ঘর বাঁচানোর লড়াই। আমাজনকে বাঁচাতে হবে। যেটা হয়ে গেছে, সেটাকে পূরণ করতে হবে। আর যাতে না হয়, সেজন্য একসঙ্গে তৈরি থাকতে হবে। তাঁদের কাছে এখন একজনই শত্রু, ব্রাজিল সরকার। শুধু কায়াপো বা পানারাই নয়, এইরকম আরও বহু গোষ্ঠীরা সমস্ত শত্রুতা ভুলে পরিবেশকে বাঁচাতে এগিয়ে এসেছে।