জীবন্ত আগ্নেয়গিরির মধ্যেই ঘুরে বেড়াচ্ছে অসংখ্য হাঙর – আশ্চর্য দৃশ্য সলোমন দ্বীপে

অস্ট্রেলিয়ার কাছে সমুদ্রের মধ্যে একটি দ্বীপ সলোমন। তবে এখনও আগ্নেয়গিরির বিস্ফোরণে কেঁপে ওঠে সেখানকার মাটি, এমনকি সমুদ্র। স্বাভাবিকভাবেই সমুদ্র বললেই চোখের সামনে যে শান্ত জলধিস্তরের ছবি ফুটে ওঠে, তার সঙ্গে এখানকার ছবি ঠিক মেলানো যায় না। কিন্তু সেখানেও যদি খুঁজে পাওয়া যায় নানা প্রজাতির অতিকায় হাঙরের অস্তিত্ব, তাহলে অবাক হতেই হয়। তবে সমস্ত বিজ্ঞানীদের অবাক করে এমন ঘটনাই ঘটেছিল ২০১৫ সালে। আর তার পর থেকেই ক্রমাগত গবেষণা চলে আসছে এই রহস্যকে ঘিরে।

সলোমন দ্বীপের যে জায়গাটাতে এই হাঙরদের সন্ধান পাওয়া গিয়েছে, সেটা এক জীবন্ত আগ্নেয়গিরির মধ্যবর্তী খাঁজ। তার ভিতর সমুদ্রের জল প্রবেশ করলেও সেই জলের সঙ্গে হাঙর চলে যেতে পারে এমন আশা কেউই করেননি। এমনকি পর্যবেক্ষণ ক্যামেরায় যখন প্রথমবার এই দৃশ্য ধরা পড়ে, তখনও অনেকে বিশ্বাস করতে চাননি। কেউ কেউ মনে করেছিলেন, ভুল করে কোনো হাঙর এখানে এসে পড়েছে। কিন্তু এরপর নানা সময়ে নানা প্রজাতির হাঙরের আসা যাওয়া নজরে এসেছে। ফলে ভুল করে চলে আসার তত্ত্ব আর দাঁড়ায় না।

এছাড়াও আরেকটি সম্ভবনার কথা উল্লেখ করেছেন অনেক বিজ্ঞানী। আর সেখানেই হাঙরের শিকারি চরিত্রের এক চমৎকার দিক নজরে আসে। বিজ্ঞানীদের মতে আগ্নেয়গিরির এই খাঁজে ছোটো ছোটো মাছেদের সংখ্যা অনেক বেশি। আর তাই সহজ শিকারের উদ্দেশ্যেই হাঙরের দল ভিড় করে। আসলে মৎস্যজীবিদের নৌকো আগ্নেয়গিরির বিষ্ফোরণের ভয়েই এদিকে আসে না। ছোট মাছেরা অবশ্য বিস্ফোরণের সংকেত অনেক দূর থেকেই পায়। কিন্তু হাঙরের মধ্যেও কি সেই ক্ষমতা আছে? এখনও অবধি কোনো প্রমাণ যদিও পাওয়া যায়নি। কিন্তু জীবন্ত আগ্নেয়গিরির আশেপাশে তাদের সহজ বিচরণ এই সম্ভবনাকেই শক্তিশালী করে।

Powered by Froala Editor

আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ঘুম ভাঙল আগ্নেয়গিরির, ছাই আর ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ