বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘মজার স্কুল’, ক্লাস নেন শিক্ষার্থীরাই

পড়াশোনা যাতে আকর্ষণীও হয় ওঠে, বাচ্চারা যাতে বেশি করে স্কুলমুখী হয়, বইয়ের ভার যেন তাদের কাছে বোঝা না হয়, কঠিন বিষয় যাতে হেসেখেলে শিখে ফেলে, সে-জন্য চলে নিরন্তর প্রয়াস। এই প্রয়াসেই সামিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংক্ষেপে ‘হাবিপ্রবি’।

বাংলাদেশের দিনাজপুর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত এই স্কুল। চার বছর আগে এমনই একটি স্কুল শুরু করেছিলেন হাবিপ্রবির শিক্ষার্থীরা। স্কুলের নাম 'মজার স্কুল'। স্কুলে অভাব নেই শিক্ষকের। শিক্ষার্থী ১৩৭ জন। ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনা শেখানোর মাধ্যমে আনন্দ খুঁজে নিয়েছেন ফাহিম, শিশির, দস্তগীর, মৌসুমী, রুম্মানারার মত বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। মূলত স্কুলছুট ছেলেমেয়েরাই এই মজার স্কুলের ছাত্রছাত্রী।

কিন্তু শুধু শিক্ষাই নয়, ছাত্রছাত্রীদের দেওয়া হয় টিফিনও। মাসে একবার দেওয়া হয় খাতা, পেন-পেনসিল। উৎসবে দেওয়া হয় জামাকাপড়ও। সম্প্রতি মজার স্কুলে ‘আলোর পাঠাগার’ নামে একটি লাইব্রেরিও প্রতিষ্ঠা করা হয়েছে।