মাত্র ৫ টাকায় স্যানিটারি প্যাড, অভিনব উদ্যোগ বাংলাদেশের এনজিও-র

মেয়েদের স্বাস্থ্যের দিক দিয়ে স্যানিটারি প্যাড একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। অথচ আর্থিক অস্বচ্ছলতার জন্য অনেকেই এটি কিনতে পারেন না। সঙ্গে সমাজের ‘ট্যাবু’ তো আছেই। ফলস্বরূপ, অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করতে বাধ্য হন অনেক মহিলাই। যেখান থেকে বাসা বাঁধে বিভিন্ন রোগ।

এই সমস্যাকে মাথায় রেখেই বাংলাদেশের বিদ্যানন্দ ফাউন্ডেশন স্বল্পমূল্যের বিনিময়ে এই স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। মাত্র পাঁচ টাকার বিনিময় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফাউন্ডেশনের কর্তৃপক্ষ। প্যাকেটে থাকবে ৫টি করে প্যাড, অর্থাৎ প্রতিটি প্যাডের দাম মাত্র ১ টাকা। প্রকল্পের প্রাথমিক ধাপে মোট ৩ লক্ষ প্যাড বিনামূল্যে বিতরণ করা হবে। এর ফলে সচেতনতা বৃদ্ধির কাজও হবে বলে মনে করছেন তাঁরা। পরবর্তীতে পাঁচ টাকার বিনিময়ে সেটা বস্তি, গ্রাম, স্কুল এবং অন্যান্য জায়গায় দেওয়া হবে।