পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। উচ্চতা জিজ্ঞেস করলে একবাক্যে সবাই বলবেন ৮৮৪৮ মিটার। এতদিন পরীক্ষার খাতায় এই উত্তর লিখেই ফুলমার্ক্স পাওয়া যেত। কিন্তু এবার একটু ভুল হবে। সর্বশেষ অভিযানে দেখা গিয়েছে, উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের। প্রকৃতির চরিত্রই খামখেয়ালি। আর সেই খেয়ালের বশেই এবার আর ৮৬ সেন্টিমিটার উচ্চতা যোগ করে নিতে হবে। খুব বেশি নয়, এক মিটারের থেকেও কম। কিন্তু উচ্চতম শৃঙ্গের উচ্চতার ব্যাপারে এটুকু ভুলচুকও তো মেনে নেওয়া যায় না।
তবে সেইসঙ্গে একটি সুখবর হল, এভারেস্টের উচ্চতা নিয়ে চিন এবং নেপালের বিবাদের মীমাংসা হয়েছে। দুই দেশ থেকেই অভিযাত্রীরা পারি দেন এভারেস্টের উদ্দেশ্যে। কিন্তু তার উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে নেপাল এতদিন ১৯৫৬ সালের ভারতের সমীক্ষার ফলই মেনে এসেছে। অন্যদিকে চিনের দাবি ছিল, তারা ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা মেপে দেখেছে ৮৮৪৪ মিটার। অর্থাৎ ঠিক ৪ মিটারের ব্যবধান। অবশ্য সর্বশেষ হিসাবে দুই দেশই একমত হয়েছে। যদিও এই উচ্চতা বৃদ্ধির কারণ নিয়ে ভূতাত্ত্বিকদের মধ্যে দ্বন্দ্ব দেখা গিয়েছে।
অধিকাংশ ভূতাত্ত্বিকের মতে, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পই এভারেস্টের উচ্চতা বাড়ার জন্য দায়ী। আবার এই মত স্বীকার করে নিতে রাজি নন অনেকেই। তাঁরা দেখিয়েছেন ভূমিকম্পের পর হিমালয়ের অনেক শৃঙ্গের উচ্চতা কমে গিয়েছে। এভারেস্টের ক্ষেত্রেও সেটাই ঘটেছে বলে দাবি তাঁদের। তবে স্বাভাবিকভাবেই হিমালয়ের উচ্চতা সব সময় বেড়ে চলেছে। আর তাই এতদিন পর উচ্চতা নির্ণয় করতে গিয়ে দেখা গেল উচ্চতা বেড়েছে। আসলে বয়স প্রায় ৫০ থেকে ৬০ মিলিয়ন বছর হলেও হিমালয়ের এখনও কৈশোর পেরোয়নি বলেই মত ভূতাত্ত্বিকদের। ফলে এখনও বেড়ে চলেছে এই ভঙ্গিল পর্বত। দুদিক থেকে ইউরেশিয়া এবং ইন্ডিয়ান টেকটনিক প্লেটের চাপ যত বাড়ছে, হিমালয়ের উচ্চতাও ততই বাড়ছে। কবে এই বৃদ্ধি বন্ধ হবে, জানেন না কেউই। তবে ততদিন বারবার ভূমিকম্পে কেঁপে উঠবে হিমালয়।
Powered by Froala Editor