গ্রামের মধ্যেই নিশ্চিন্ত বসবাস লেপার্ড পরিবারের, রাজস্থানের ঘটনায় চাঞ্চল্য

পরিত্যক্ত একটা বাড়ি। আক্ষরিক অর্থেই, ‘কোনোখানে জনমানব নাই’। বহু আগে মানুষ থাকত নিশ্চয়ই, কিন্ত আজ আর থাকে না কেউ। সত্যিই কি বাড়িটা একদম ফাঁকা? না, সেরকমটা নয়। বাড়িতে বসবাস করছে একটি পরিবার। মা এবং তার সন্তানরা। সম্প্রতি এটাই দেখেছেন আশেপাশের বাসিন্দারা। তবে তফাৎ হল, এবার আর মানুষ নয়; এই বাড়িতে এসে হাজির হয়েছে স্বয়ং লেপার্ড পরিবার!

রাজস্থানের তানতুল গ্রামেই ঘটেছে এমন ঘটনা। গ্রামের ভেতরেই একটি পরিত্যক্ত বাড়িতে বাসিন্দারা দেখতে পান ছোটো ছোটো লেপার্ড শিশুদের। আর তাদের মায়ের সন্ধান পান রাতের বেলায়। আস্তে আস্তে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এই খবর। এমনিতেই লকডাউনের মধ্যে সবাই ঘরবন্দি। সেই ফাঁকেই এই লেপার্ডরা এসে এখানে সংসার পেতে বসেছে। এমন ‘প্রতিবেশী’ পেয়ে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন গ্রামবাসীরা। সেইসঙ্গে তটস্থও থাকছেন প্রত্যেকে। হাজার হোক, বন্যপ্রাণী তো!

বন দফতরে খবর দেওয়ার পর সেখানকার কর্তারা এসে এই স্থান পর্যবেক্ষণ করে যান। দফতরের তরফ থেকে সিসিটিভি ক্যামেরাও চারিদিকে লাগানো হয়, যাতে লেপার্ড এবং গ্রামবাসী সবাই সুরক্ষিত থাকে। একে অপরের যেন কোনো ক্ষতি না হয়। বাসিন্দারাও এই ব্যাপারটা লক্ষ রেখেছেন। এই সিসিটিভি ফুটেজই সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দিনের বেলায় রাজস্থানের এই গ্রামে গেলে অবশ্য মা-লেপার্ডের দেখা পাওয়া যাবে না। সে তখন খাবার খুঁজতে বেরিয়ে গেছে। রাতের বেলা খাবার নিয়ে ‘বাড়ি’ ফিরে আসে সে। অপেক্ষায় থাকে ছোটো ছোটো সন্তানরা। এক কথায়, দিব্যি আছে তারা। বাঘে-মানুষে টানাটানি নয়, বরং একসঙ্গে প্রতিবেশীর মতো বসবাস করছে সবাই।