কারাগার এখানে জীবন ফিরে পাওয়ার জায়গা

পৃথিবীর সুখী দেশগুলোর তালিকায় নরওয়ের স্থান দুই নম্বরে। এত সুখী একটা দেশ, কিন্তু সেখানে কি অপরাধমূলক কাজ কেউ করে না? কোনও আসামি নেই সেখানে? না, আসামি আছে। কিন্তু আমরা সচরাচর আসামিদের জন্য যে সমস্ত ব্যবস্থা জেলগুলোতে দেখে থাকি, সেইরকম কিছুই ওখানে নেই। তবে কীরকম ব্যবস্থা সেখানে?

নরওয়েতে যে সমস্ত বন্দিশালা আছে, সেখানে বন্দিদেরকে দাগী আসামি হিসেবে দেখা হয় না। বরং অপরাধ করে জেল হওয়ার পর সেই অপরাধীরা যাতে আবার সমাজে সুস্থভাবে ফিরতে পারে, সেই ব্যবস্থা করা হয়। সেখানে যেমন থাকে যোগ ব্যায়ামের ব্যবস্থা, সেরকমই থাকে আধুনিক স্পা, প্রার্থনা ঘর। মানসিকভাবে তাদেরকে সবল করা হয়। এমনকি, সেখানকার পুলিশ এবং বন্দীরা সমস্ত কাজ একসঙ্গে করে। নরওয়ের প্রশাসনের মতে শাস্তি নয়, একমাত্র সঠিকভাবে পুনর্বাসনই দোষীদের মানসিক দিক থেকে সুস্থ করে তোলে। ফলে অপরাধের সংখ্যাও কমে।

https://www.youtube.com/watch?v=aiZUvDMdnik