কানে সামান্য বিদ্যুতের ছোঁয়াতেই কমবে বার্ধক্য

ইলেকট্রিক শক মানেই আতঙ্ক! কিন্তু লিডস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা শোনাচ্ছেন অন্য কথা। তাঁরা বলছেন, কানে সামান্য বিদ্যুৎ তরঙ্গের স্পর্শ কমিয়ে দিতে পারে বার্ধক্য। শুধু তাই নয়, বয়সজনিত অবসাদ, মৃগী, অকারণে মোটা হয়ে যাওয়া, হৃদরোগ-সহ বহুকিছুরই দাওয়াই হয়ে উঠতে পারে এই ইলেকট্রিক শক। অবহস্য শকই বা বলা হচ্ছে কেন?গবেষকরা জানাচ্ছেন, এই বিদ্যুৎ তরঙ্গের স্পর্শে হবে যন্ত্রণাহীন ও মৃদু। ঝটকা খাওয়ার আতঙ্ক এতে অন্তত নেই।

ট্রান্সকিউটেনিয়াস ভেগাস নার্ভ স্টিমুলেশন নামক এই থেরাপির মাধ্যমে বিদ্যুৎ তরঙ্গকে ভেগাস স্নায়ুর মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে দেওয়া হয়। গবেষণায় দেখা গেছে, ৫৫ বছরের বেশি বয়স্ক মানুষরা দু’সপ্তাহ ধরে নিয়মিত এই থেরাপি নিয়ে প্রবলভাবে উপকৃত হচ্ছেন। অনিদ্রা, খিটখিটে মেজাজের মতো উপসর্গ উবে গেছে বিলকুল। বার্ধক্যকে আর ভয় নয়, বলছেন গবেষকরা।