মনখারাপ প্রকৃতিরও, সপ্তমী থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

এবারের দুর্গাপুজোটা অন্য বছরের থেকে অনেকটাই আলাদা। প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঘুরে বেড়ানো বন্ধ। মানুষের স্বাভাভবিক কারণেই মন খারাপ। আর এর মধ্যেই যেন মন খারাপ আকাশেরও। ষষ্ঠীর দিন সকাল থেকেই মুখ গোমড়া ছিল তার। রাত নামতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আর পুজোর চারদিন ধরেই বৃষ্টির প্রকোপ জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের ফলেই সপ্তমীর সকাল থেকে বৃষ্টি হবে, জানাচ্ছে হাওয়া বিভাগ।

সপ্তমী থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্তারা। সেইসঙ্গে বইবে ঝড়ো হাওয়াও। পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগণাতে বৃষ্টির প্রকোপ সবচেয়ে বেশি হবে। উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এমনকি হাওড়া জেলায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় পৌঁছতে পারে ৬০ কিলোমিটার পর্যন্ত। যদিও অষ্টমীর সকাল থেকেই বৃষ্টি এবং ঝড়ের প্রকোপ বাড়বে বলে জানানো হয়েছে। আর নবমীর রাত থেকেই ক্রমশ দুর্বল হতে শুরু করবে নিম্নচাপকেন্দ্র।

অবশ্য শুধুই দক্ষিণবঙ্গ নয়; আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম রাজ্যেও নিম্নচাপের প্রভাব পড়তে পারে। ভারত ছাড়িয়ে বাংলাদেশেও বৃষ্টির প্রকোপ শুরু হবে সপ্তমীর সকাল থেকেই। অবশ্য দুর্গাপুজোর সময় গৃহবন্দি দিনে একটু বৃষ্টির আবহাওয়া হয়তো খুব খারাপ লাগবে না বাঙালির। বরং মানুষের মনের সঙ্গে মিলিয়ে প্রকৃতিও যেন খানিকটা বিষাদের সুর ধরেছে।

Powered by Froala Editor