করোনার জেরে টিকাকরণে ব্যাঘাত, ফিরতে পারে পোলিও-কলেরা-মাম্পস!

করোনা ভাইরাস। আকারে অনেক ক্ষুদ্র, খালি চোখে তো দেখাই যায় না। এই ভাইরাসই মানুষকে থামিয়ে দিয়েছে, সভ্যতার রথের চাকায় জোর আঘাত দিয়েছে। এখনও অসহায় হয়ে আছি আমরা। ভ্যাকসিন বেরোয়নি, মেঘনাদের মতো নিজেকে বদলে চলেছে ভাইরাসটি। এদিকে আক্রান্ত ও মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই যাচ্ছে। সবথেকে শক্তিধর দেশ আজ শ্মশানে পরিণত হয়েছে। এমন বিশ্বব্যাপী আঘাত সাম্প্রতিক সময় আর কি এসেছে?

কিন্তু দুশ্চিন্তা এখানেই থেমে নেই। করোনার চিকিৎসার জন্য মরিয়া হয়ে লড়াই করছেন ডাক্তাররা। গবেষকরা রাতের পর রাত জেগে কাজ করে চলেছেন ল্যাবে। সবার নজর এখন করোনার দিকেই। কিন্তু পৃথিবীতে কি শুধু করোনাই রোগ সৃষ্টি করছে? এমন প্রশ্নই উঠে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্টে। শুধুমাত্র করোনার দিকে মনোনিবেশ করতে গিয়ে ভুলে যাচ্ছি অন্যান্য রোগের কথা। ফলে ব্যাহত হচ্ছে টিকাকরণ। আর এটাই অশনি সংকেত আনছে আমাদের সামনে। 

হু এবং ইউনিসেফ জানাচ্ছে, হাম, পোলিও, কলেরা, মাম্পসের মতো রোগ যেগুলোর জন্য নিয়মিত টিকাকরণ কর্মসূচি চলত, করোনা অতিমারির সময় সেসব ব্যাহত হয়েছে। হিসেব দেখাচ্ছে, গত বছর মার্চ-এপ্রিল মাসে যে পরিমাণ কর্মসূচি নেওয়া হয়েছিল, এবছর সেই সংখ্যাটা অনেক কমে গেছে। যার প্রভাব পড়তে পারে পৃথিবীর অন্তত ১২৯টি দেশের ওপর! যার মধ্যে রয়েছে ভারত, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ-সহ এশিয়ার বেশ কিছু দেশ। রয়েছে আফ্রিকার দেশগুলিও। আর এর ফলে অন্তত ৮ কোটি শিশুর স্বাস্থ্যের ওপর ভয়ংকর প্রভাব পড়তে পারে পরবর্তী সময়। এদের বেশিরভাগেরই বয়স এক বছর বা তার কম। 

এই মুহূর্তে করোনার দিকেই নজর সবার। সেটা করাও উচিত। কিন্তু অন্যান্য রোগের থেকে দৃষ্টি সরিয়ে নিলে ফল আরও মারাত্মক হতে পারে বলে সাবধান করে দিচ্ছে হু। টিকাকরণে ব্যাঘাত ঘটলে প্রবল বিক্রমে ফিরে আসতে পারে রোগগুলো। যে সমস্ত রোগ হারিয়ে গেছে, সেগুলোও ফিরে আসতে পারে। ফলে দেখা দিতে পারে আরও একটা মহামারি। আর এভাবে ব্যাঘাত ঘটলে, সেই সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হওয়ার দিকেই এগোবে। করোনার সঙ্গে সেটা শুরু হলে, শেষের দিন খুব দূরে নয়।

আরও পড়ুন
নিউজিল্যান্ড প্রথম নয়, এই ৮টি দেশ করোনামুক্ত হয়েছে আরও আগেই

Powered by Froala Editor

আরও পড়ুন
সেরে উঠেছে সকলেই, নিউজিল্যান্ড এখন করোনা-মুক্ত, ঘোষণা প্রধানমন্ত্রীর