করোনা সংক্রমণের সঙ্গে জড়িত থাকতে পারে বিশেষ জিন, অনুমান বিজ্ঞানীদের

ভাইরাসের সংক্রমণের সঙ্গে কি আদৌ জড়িয়ে থাকে কোনো জিনগত প্রকরণ? প্রশ্নের সঠিক উত্তর এখনও নেই বিজ্ঞানীদের কাছে। তবে পরিসংখ্যান বলছে, আপনার রক্তের গ্রুপ যদি 'এ' হয়, তবে সহজেই কোভিড-১৯ রোগে আক্রান্ত হতে পারেন আপনি। কিছুদিন আগেই চিন দেশের গবেষকরা এমন পরিসংখ্যানই জানিয়েছিলেন। আর সম্প্রতি সেই বক্তব্যে সমর্থন জানালেন কিয়েল ইউনিভার্সিটির জিনবিশেষজ্ঞ আন্দ্রে ফ্রাঙ্ক। তবে এমন ঘটনার কোনো কারণ খুঁজে পাননি তিনিও।

গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের পরেই প্রথম ডিএনএর দুটি জায়গায় আক্রমণ করে। এর মধ্যে একটি জায়গা এমন কিছু জিন দিয়ে তৈরি, যারা মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করে। এছাড়া মানুষের প্রতিরক্ষাতন্ত্র গড়ে তোলার মতো জিনও আছে এই এলাকায়। কিন্তু কী কারণে করোনা ভাইরাস ওই নির্দিষ্ট কিছু জিনের উপরেই প্রথম আক্রমণ করে, তার কোনো উত্তর নেই হিব্বানিদের কাছে। ফলে কোভিড-১৯এর চিকিৎসায় এই আবিষ্কার খুব বড় কোনো প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

অন্যদিকে এই গবেষণার কোনো ভিত্তি নেই বলেও মনে করছেন অনেকে। ইউনিভার্সিটি অফ হেইলসিংকির বিজ্ঞানী আন্দ্রে গানা মনে করছেন, কিছু বাছা বাছা নমুনা সংগ্রহ করে এমন বড় একটা সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। বরং খানিকটা জোর করেই সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করা হয়েছে বলে দাবি তাঁর। অবশ্য কোভিড-১৯ আক্রান্ত অধিকাংশ মানুষই যে 'এ'গ্রুপের রক্তের বাহক, সেবিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই গ্রুপের মানুষদের শরীরে ভাইরাসের সংক্রমণ দেখা দিলেই দ্রুত চিকিৎসা শুরু করার প্রয়োজন মনে করছেন বিশেষজ্ঞরা।

Powered by Froala Editor