সম্পূর্ণ কোভিড স্পেশাল হাসপাতাল হতে চলেছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ

রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল সাড়ে সাত হাজার ছাড়িয়েছে সংক্রমণ। আর যে হারে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ তার মোকাবিলার জন্যই দরকার নতুন কোভিড স্পেশাল হাসপাতাল। তাই কলকাতা মেডিক্যাল কলেজের পর সম্পূর্ণ কোভিড স্পেশালিটি হাসপাতালে পরিণত হচ্ছে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ।

সাগর দত্ত মেডিক্যাল কলেজের মূল ভবনে রয়েছে ৫০০টি শয্যা। রয়েছে ১৬ থেকে ১৮টি ভেন্টিলেটর। কাজেই সংকটজনক অবস্থা যাঁদের, তাঁদের চিকিৎসাও সম্ভব হবে এখানে। তবে পুরো পরিবর্তনে সময় লাগবে খানিকটা। কারণ এখন সেখানে ভর্তি রয়েছেন নানান রোগে আক্রান্ত ২৮০ জন রোগী। তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্যত্র। যাঁরা আরোগ্যের পথে ছুটি দেওয়া হবে তাঁদের। তারপর শুরু হবে করোনার চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো গঠনের কাজ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে সেই কাজ। এক সপ্তাহের মধ্যেই রাজ্যের এই হাসপাতালকে কোভিড স্পেশাল সেন্টার হিসাবে হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন এই হাসপাতালের কয়েকজন নার্স এবং স্বাস্থ্যকর্মী। সুস্থ হয়ে ফিরে এসেছেন তাঁরা। কোয়ারেন্টাইন কাটিয়ে ফিরে এসেছেন হাসপাতাল সুপার পলাশ দাস-ও। 

অন্যদিকে করোনা স্পেশাল সেন্টার বাঙ্গুর হাসপাতালের শয্যার সংখ্যা বাড়িয়ে ৬৯০ করা হয়েছে। সেই সঙ্গেই বাড়ানো হচ্ছে ভেন্টিলেশন এবং আইসিইউ। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের অনেকের শরীরেই মিলছে করোনা ভাইরাস। তাই আগামী দিনে যাতে কোনোভাবেই চিকিৎসা পরিষেবায় ঘাটতি না দেখা দেয় তার জন্যই পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য।

Powered by Froala Editor