বিশ্বযুদ্ধের গুপ্তচর তিনি, মৃত্যু জার্মানদের হাতে, ভারতীয় বংশোদ্ভূত নূরের সম্মানে ব্লু প্লাক

নূর ইনায়েত খানের নাম ভারতীয়দের কাছে খুব একটা পরিচিত নয়। তবে ইউরোপ তাঁকে মনে রেখেছে। কয়েক বছর আগেই ৫০ ইউরোর নোটে তাঁর ছবি দেখা গেছে। আর এবছর পেলেন বিরল সম্মান ব্লু প্লাক। তাও খোদ লন্ডন শহরে।

আরও পড়ুন
ভারতীয় হাইকোর্টের প্রথম মহিলা বিচারক তিনি, লড়াই করেছেন নারীর অধিকার নিয়েও

নূরই প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা, যাঁর বাড়িতে বসতে চলেছে ব্লু প্লাক। এর আগে ভারতীয়দের মধ্যে এই সম্মান পেয়েছেন রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীর মতো ব্যক্তি। তার পাশাপাশিই যোগ হলো নূর ইনায়েতের নাম। কিন্তু কে তিনি? তাঁর পরিচয় অনেকের কাছেই অজানা।

আরও পড়ুন
ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলটের দায়িত্বে লেফটেন্যান্ট শিবাঙ্গী

নূরের জন্ম ১৯১৪ সালের ১ জানুয়ারি, মস্কো শহরে। পিতা হজরত ইনায়েত খান ছিলেন মহীশূরের রাজপরিবারের সদস্য। সুফি ধর্ম প্রচারের উদ্দেশে দেশত্যাগ করেন। সেই সূত্রেই বিবাহ মার্কিন মহিলা ওরা রে বেকারের সঙ্গে। ভারতীয় নারী বলতে যে গৃহকর্মনিপুণা ছবি আমাদের মনে ভেসে ওঠে, তার সঙ্গে নূরকে মেলানো যায় না একেবারেই।

আরও পড়ুন
প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়ার্ল্ড স্কিলে পদক জিতলেন শ্বেতা

নূরের জীবনের সঙ্গে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকাশ। ১৯৪০ সালে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের ওম্যান অক্সিলারি এয়ারফোর্সে। তবে যুদ্ধের সময় তাঁর মূল দায়িত্ব ছিল গুপ্তচরবৃত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনিই একমাত্র ভারতীয় বংশোদ্ভূত মহিলা গুপ্তচর। ইংরেজি এবং ফরাসি দুই ভাষাতেই সাবলীল ছিলেন নূর। তাই কিছুদিনের মধ্যেই দায়িত্ব পেলেন ফ্রান্সের ব্রিটিশ গুপ্তচর সংস্থা 'স্পেশাল অপারেশন এক্সিকিউটিভ'এর। সহকর্মীদের মধ্যে তাঁর বয়স সবচেয়ে কম। পূর্ব অভিজ্ঞতা নেই। অনেকেই ভেবেছিলেন, দায়িত্ব ঠিকমতো সামলাতে পারবেন না নূর। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো। ক্রমশ কর্মক্ষেত্রে উন্নতি করতে থাকলেন নূর। এমনকি ফ্রান্স দেশের প্রথম মহিলা রেডিও অপারেটরও তিনি। ১৯৪৩ সালে ছ'টি রেডিও কেন্দ্র থেকে অপারেটরের কাজ করছিলেন। কিন্তু ফ্রান্সে থাকতে আর ভালো লাগছিল না। কাজ থেকে ছুটি নিয়ে রওনা হলেন ইংল্যান্ডের উদ্দেশে। তখনই ধরা পড়ে গেলেন জার্মানির গুপ্তচর সংস্থা গেস্টাপোর হাতে। তারপর যুদ্ধবন্দি হিসাবেই মারা গেলেন ১৯৪৪ সালের ১৩ সেপ্টেম্বর।

আরও পড়ুন
বয়স মাত্র ২০, ব্রিটিশ ভারতে জাহাজের ব্যবসা শুরু করলেন এই মহিলা শিল্পপতি

বিশ্বের ইতিহাসের নানা টালমাটাল পর্যায়ের সঙ্গে এভাবেই জড়িয়ে গিয়েছে আমাদের দেশ। আমরা সেসব কথা অনেকটাই ভুলে গিয়েছি। কিন্তু তারপরেও ব্লু প্লাকের মতো বিরল সম্মানের দাবিদার যখন একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা, তখন তা আমাদের গর্বের বিষয় বৈকি।

Latest News See More