ভিডিও কল করবে পোষ্য কুকুর! কীভাবে?

নিও-নর্মাল সময়ে দাঁড়িয়ে প্রিয়জনদের সঙ্গে বসে দু’দণ্ড আড্ডা দেওয়াও এখন সোনার পাথরবাটি। তবে দুধের স্বাদ ঘোলে হলেও, মানুষের সেই আক্ষেপ খানিকটা মিটিয়েছে প্রযুক্তি। ব্যাপক ব্যবহার বেড়েছে ভিডিও কলের (Video Call)। তবে মানুষ যোগাযোগের ফুরসৎ পেলেও, মহামারীর আবহে একাকিত্বে ভুগছে পোষ্যরা। কিছুদিন আগেই আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছিল এমনই তথ্য। সম্প্রতি, পোষ্যদের জন্যই বিশেষ যন্ত্র বানালেন গবেষকরা। এবার মালিক-মালকিনকে দেখতে ভিডিও কল করতে পারবে পোষ্য সারমেয়রাও।

ভিডিও কল করছে কুকুর! হ্যাঁ, শুনতে আশ্চর্যকর মনে হলেও, এমনটাই এবার হতে চলেছে প্রযুক্তির দৌলতে। স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বানিয়ে ফেললেন ‘ডগফোন’ (Dogphone)। আক্ষরিক অর্থেই সারমেয়দের ফোন। কিন্তু কীভাবে কাজ করবে এই যন্ত্র?

বলের প্রতি আকৃষ্ট হয় না, এমন কুকুর এ জগতে পাওয়াই দুষ্কর। যোগাযোগের স্থাপনের জন্য তাই বলকেই বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। নরম বলের মধ্যেই বিশেষভাবে তাঁরা প্রতিস্থাপন করেছেন ‘ডগফোন’-এর রিমোট। বলটি মুখে নিয়ে ঝাঁকিয়েই মালিককে ফোন করতে পারবে পোষ্য সারমেয়। ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠবে মালিকের ছবি। অবশ্য তার আগে সেই ফোন রিসিভ করতে হবে মালিককে। আবার কোনো ব্যক্তি চাইলেও তাঁর মোবাইল থেকেই যোগাযোগ করতে পারবেন পোষ্যের সঙ্গে। সেক্ষেত্রেও ফোন ধরতে হলে পোষ্যকে মুখে নিয়ে নাড়াতে হবে সংশ্লিষ্ট বলটি। 

তবে এই বিশেষ পরিষেবার জন্য সংশ্লিষ্ট পোষ্যটিকেও যে ট্রেনিং দেওয়ার প্রয়োজন রয়েছে, তা বলার অপেক্ষা থাকে না। পরীক্ষামূলকভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল গবেষণার প্রধান বিজ্ঞানী ডঃ হিরস্কিজ ডগলাসের ৯ বছর বয়সী ল্যাব্রেডর জ্যাককে। ১৬ দিনের ট্রেনিং-এর পর সফলভাবেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জ্যাক। অন্য বল নিয়ে খেললেও, অকারণে এই বিশেষ যন্ত্রটিতে স্পর্শ করা যাবে না, সেই শিক্ষাও আয়ত্ত করেছে ল্যাব্রেডরটি। 

আরও পড়ুন
লিংকন-হত্যার মাত্র এক বছরের মাথায় খুন তাঁর পোষ্য সারমেয়ও!

সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি অন কম্পিউটার-হিউম্যান ইন্টারঅ্যাকশনে প্রকাশিত হয়েছে স্কটিশ বিজ্ঞানীদের এই গবেষণাপত্র। বেশ কিছু ট্রায়ালের পর এই প্রযুক্তি চলে আসবে বাজারেও। এতদিন পর্যন্ত মনে করা হত পোষ্যদের কোনো বিলাসিতার সুযোগ নেই। এবার বিজ্ঞান সেই সুযোগটাই এনে দিল অবলা প্রাণীদের হাতের মুঠোয়, থুড়ি থাবার নিচে। ডগফোনের সাফল্যের পর অন্যান্য পোষ্যদের জন্যেও একই ধরনের যোগাযোগের যন্ত্র তৈরির প্রচেষ্টা চলবে বলেই জানাচ্ছেন প্রধান গবেষক ডঃ হিরস্কিজ ডগলাস…

আরও পড়ুন
গন্ধ শুঁকেই করোনা আক্রান্তদের শনাক্ত করতে পারে সারমেয়!

Powered by Froala Editor

আরও পড়ুন
অসুস্থ মনিব ভর্তি হাসপাতালে, ফিরতেই ছুটে জড়িয়ে ধরল পোষ্য সারমেয়

More From Author See More