বাংলার দেখানো পথেই হাঁটছে মহারাষ্ট্র, ভিড় মোকাবিলায় ই-পাসে ভরসা মেট্রোর

মাত্র ১৬ দিন হল নতুন প্রযুক্তির সাহায্য নিয়ে শুরু হয়েছে কলকাতা মেট্রো রেলের চলাচল। আর এই করোনা পরিস্থিতিতে সেই ব্যবস্থার সাফল্য অবাক করেছে সকলকেই। দীর্ঘ জটিলতার পর অবশেষে গণপরিবহন ব্যবস্থায় ভিড় মোকাবিলায় পথ দেখাচ্ছে বাংলাই। আর বাংলার দেখানো সেই পথেই এবার হাঁটতে চলেছে মহারাষ্ট্রও। কলকাতা মেট্রোর মতো করেই কালার-কোডেড ই-পাসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে মুম্বাই মেট্রো।

কলকাতা মেট্রোর আগেই ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে মুম্বই মেট্রোর পরিবহন। কিন্তু ভিড় মোকাবিলায় প্রায় ব্যর্থ কর্তৃপক্ষ। রেল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটা কোচে অন্তত ৩০ শতাংশ বেশি যাত্রী যাতায়াত করছেন। আর এর ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব। অন্যদিকে কলকাতার ব্যবস্থায় আগে থেকে নির্দিষ্ট টাইম-স্লট বেছে বুকিং করে রাখতে হচ্ছে এবং সেই ই-পাসের কালার কোড দেখে তবেই যাত্রীদের স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে। ফলে এখানে এরকম জটিলতায় পড়তে হচ্ছে না।

কলকাতার প্রযুক্তি সংস্থা আইডিয়েশন টেকনোলজির সহযোগিতায় গণ-পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে ‘পথদিশা’ অ্যাপ তৈরি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। করোনা পরিস্থিতিতে সেই প্রযুক্তিই মেট্রো কর্তৃপক্ষের কাছে মসীহা হয়ে ওঠে। ইতিমধ্যে আইডিয়েশন টেকনোলজির কাছ থেকে এই বট-টেকনোলজি কেনার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। সংস্থার কর্ণধার সঞ্জয় চ্যাটার্জি জানিয়েছেন, “ইতিমধ্যে মুম্বাই মেট্রো রেলের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।”

করোনা মোকাবিলায় একাধিক অভিনব পদক্ষেপ নিতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। তার মধ্যে মেট্রো-পরিবহনে এই ই-পাসের ব্যবস্থা বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে প্রযুক্তির সাহায্য নিতেই হবে। সঞ্জয় চ্যাটার্জি অবশ্য বলছেন, “শুধু প্রযুক্তির উন্নতি নয়, এই সাফল্যের পিছনে আছে প্রযুক্তির সহজ ও সরল প্রয়োগ। নাহলে ব্যাপক অংশের যাত্রীরা এই ব্যবস্থাকে আপন করে নিতে পারতেন না।” পাশাপাশি তিনি জানান, “বাংলার দেখানো পথেই অন্যান্য রাজ্য এগিয়ে আসছে এটা সত্যিই গর্বের বিষয়।”

আরও পড়ুন
শুধু মেট্রোই নয়, কলকাতার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকেই ‘দিশা’ দেখাচ্ছেন এক বঙ্গসন্তান

আশা করা যায় খুব শিগগিরি চূড়ান্ত পরিকল্পনা নেবে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি অন্যান্য শহরেও এই পথে হাঁটবে মেট্রো রেল। আর এই করোনা পরিস্থিতিতে আবারও একবার সারা দেশকে পথ দেখাবে বাংলাই।

আরও পড়ুন
বাস, ফেরির পর মেট্রো - শহরের গণপরিবহণ ব্যবস্থাকে দিশা দেখাচ্ছে প্রযুক্তি

Powered by Froala Editor

আরও পড়ুন
রাজ্য সরকারের দেখানো পথেই ‘দিশা’ পেল কলকাতা মেট্রো

Latest News See More