চার টন জঞ্জালকে সারে পরিণত করলেন এই আবাসনের বাসিন্দারা

যত দিন যাচ্ছে, আমাদের চারপাশে দূষণের মাত্রা ততই বেড়ে চলেছে। বিশাল পরিমাণে বর্জ্য দিনকে দিন পৃথিবীর বোঝা হয়ে উঠছে। এই অবস্থায় প্রতিটা জায়গাতেই বর্জ্যকে পুনরায় নানা কাজে ব্যবহার করার কথা বলা হচ্ছে। এবার সেই কাজটাই করে দেখালেন মুম্বইয়ের একদল বাসিন্দা। গোরেগাঁওয়ের মালহার কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সদস্যরা চার টনেরও বেশি পরিমাণের বর্জ্যকে ব্যবহার করে ৪০০ কেজি জৈব সার তৈরি করেছেন। আর এতসব তাঁরা করেছেন মাত্র দেড় বছরে।

আবাসনের বাসিন্দারা জানাচ্ছেন, তাঁদের বাড়ি থেকে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য ফেলা হত, সেই বর্জ্য এবং আরও কিছু জায়গার বর্জ্য একসঙ্গে করে তাঁরা এই কাজটি শুরু করেছিলেন। সম্পূর্ণ কাজটি আবাসন চত্বরেই সম্পন্ন হয়। বর্জ্য থেকে তৈরি করা এই সার নিজেদের বাগানে সবজি-ফল চাষে ব্যবহার করেন তাঁরা। এমনকি বাইরেও বিক্রি করা হয় এই সার। এইভাবেই যদি সব জায়গায় এমন প্রচেষ্টা শুরু হয়, তাহলে একদিন হয়ত দূষণ-দানবকে ঠিকই হারানো যাবে।

More From Author See More