এনআরসি-র সম্পূর্ণ তালিকা থেকে বাদ পড়লেন ১৯ লক্ষের বেশি মানুষ

আজ সকাল এগারোটায় প্রকাশিত হল অসমের এনআরসি-র সম্পূর্ণ তালিকা। তিন কোটি কুড়ি লক্ষ আবেদনকারীর মধ্যে বাদ পড়লেন উনিশ লক্ষ ছ’হাজার তিনশো ছেষট্টি জন। এর মধ্যে রয়েছেন প্রায় ১৭ লক্ষ বাঙালি, যাঁদের প্রায় ১২ লক্ষ হিন্দু ও ৫ লক্ষ মুসলমান। তালিকা থেকে বাদ পড়া এই মানুষগুলি আজ থেকে আর ভারত রাষ্ট্রের নাগরিক নন। আগামী ১২০ দিনের মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে এরা আবেদন করতে পারবেন। সেখানেও যদি তাদের আবেদন খারিজ হয় তবে তাদের বিদেশি ঘোষণা করা হবে। বিদেশি ঘোষিত হলে প্রত্যেকের জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে।

ভারত সরকারের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে যে যারা বাদ পড়ছেন, তাঁরা এখনই বিদেশি বলে গণ্য হবেন না। তাঁদের মামলাগুলি ফরেনার্স ট্রাইবুনালে যাবে, এবং সেখান থেকে তাঁরা বিদেশি বা বিদেশি নন সেটি ঠিক হবে। যদিও, বাদ পড়া এই ১৯ লক্ষর বেশি মানুষের মামলাগুলির নিষ্পত্তি হতে কম করে ৫ থেকে ১০ বছর সময় লেগে যাবে। যারা বিদেশি প্রমাণিত হবেন, তাদেরকে সরকার ডিটেনশন ক্যাম্পে ভরবে এক এক করে। ফলে একসঙ্গে ১০ লক্ষ মানুষকে ডিটেনশান ক্যাম্পে পাঠালে তার বিরুদ্ধে যে প্রতিক্রিয়া হবে আর মাসে ১০ জন করে পাঠালে যে প্রতিক্রিয়া হবে তার মাত্রাগত ফারাক অনেক।