মার্কিন পুলিশের হাতে গ্রেপ্তার ‘ইন্ডিয়া’

বেশ কয়েকদিন ধরে সন্ধান পাওয়া যাচ্ছিল না ‘ইন্ডিয়ার’। আমেরিকার হিউস্টন শহরে তাই নিয়ে এক ধুন্ধুমার কাণ্ড। হ্যাঁ, আমেরিকার বুকেই হারিয়ে গিয়েছিল ‘ইন্ডিয়া’। তবে ইন্ডিয়া আসলে এক পোষ্য। একটি ৯ মাসের রয়্যাল বেঙ্গল টাইগার। হিউস্টনের এক যুবকের বাড়ি থেকে পোষ্যটি নিখোঁজ হয়ে যায় কিছুদিন আগেই। শহরজুড়ে আতঙ্ক তো ছড়িয়ে পড়েই। মাঠে নামতে হয় পুলিশকেও। অবশেষে রবিবার তার সন্ধান পায় পুলিশ। আপাতত তাকে রাখা হয়েছে একটি সরকারি পশু আশ্রয় কেন্দ্রে।

রবিবার সকালে হিউস্টন শহরের পশ্চিমে একটি আবাসিক এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় বাঘটিকে। এক বাসিন্দা তাঁর জানলা দিয়ে দেখতে পান উঠোন চত্ত্বরে ঢুকে পড়েছে একটি ছোট্ট বাঘ। তিনি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। তবে সেই আতঙ্ক সামলে নিয়েই তাড়াতাড়ি পুলিশে খবর দেন। ততক্ষণে বাঘ দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছে। সবারই চোখেমুখে আতঙ্ক। কয়েকজন লক্ষ করেন, প্রাণীটির গলায় বাঁধা আছে একটি নীল রিবন। ফলে বোঝাই যায় সেটি কারোর পোষা বাঘ। ‘ইন্ডিয়া’ অবশ্য কারোর প্রতিই আক্রমণের চেষ্টা করেনি। পুলিশের হাতেও ধরা দিয়েছিল খুব সহজেই।

টেক্সাস সিটির আইন অনুযায়ী বাঘ পোষা অপরাধ নয়। কিন্তু এমন বিপজ্জনক জন্তু বাড়িতে রাখা উচিৎ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া সেই প্রাণীর গতিবিধি নিয়ন্ত্রণ করতে না পারলে বড়ো ধরণের বিপদের আশঙ্কা থেকেই যায়। ৯ মাস বয়সের ‘ইন্ডিয়া’-র ওজন ১৭৫ পাউন্ড। তার দাঁত-নখও বেশ পরিণত। এই অবস্থায় কাউকে আক্রমণ করলে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত। সৌভাগ্যের বিষয়, তেমন কিছু ঘটেনি। আর এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার মালিককে। আপাতত সরকারি পশু আশ্রয়ে কিছুদিন রাখার পর তাকে কোনো অভয়ারণ্যে পাঠানো হবে বলেই জানিয়েছে টেক্সাস প্রশাসন।

Powered by Froala Editor

আরও পড়ুন
ছুঁড়ে ফেলা হল বাঘের খাঁচায়, মুক্তিযোদ্ধা সালাহউদ্দিনকে নৃশংস হত্যা পাক-বাহিনীর