শব্দবাজির তাণ্ডবে মৃত দেড় লক্ষেরও বেশি পাখি!

প্রতিবারই থাকে নিয়মের কড়াকড়ি। কিন্তু কালীপুজো, দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব থামানো যায়নি কিছুতেই। এতে ক্ষতি শুধু মানুষের নয়, ক্ষতি আমাদের আশেপাশের প্রাণীগুলোর। শুধুমাত্র এই শব্দবাজি এবং দূষণের কারণে ২০১৮ সালে গোটা দেশজুড়ে মৃত্যু হয়েছে এক লক্ষেরও বেশি পাখির!

ন্যাশনাল বোর্ড রিসার্চ ব্যুরোর এই সমীক্ষা আরও একবার বিপদের ইঙ্গিত দিল আমাদের। দীপাবলির দিনগুলোতে শব্দবাজির মাত্রা প্রবল বেড়ে যায়। একই সঙ্গে বেড়ে যায় দূষণ। মানুষদের ক্ষতি তো বটেই, রীতিমত জীবনসংকটের মুখে পড়ে প্রাণীরাও। যা উঠে এল এই সমীক্ষায়। ২০১৮ সালে শুধুমাত্র শব্দবাজির তাণ্ডবেই ১ লক্ষ ৬৪ হাজার ৭৬৫টি পাখির মৃত্যু হয়েছে ভারতে। রিসার্চ ব্যুরো জানিয়েছে, প্রকৃত সংখ্যাটা এর বেশিও হতে পারে। শুধু মৃত্যু নয়, বহু পাখি দৃষ্টিশক্তিও হারাচ্ছে এর ফলে। তবে পাখির ওপরেই প্রভাব পড়েছে তাই নয়, সমস্ত পশুপাখির ওপরেই এর প্রভাব মারাত্মক। যাঁদের বাড়িতে পোষ্য আছে, তাঁরা নিশ্চয়ই এই দিনগুলোতে দেখেছেন তাদের করুণ, ভয়ার্ত অবস্থা। কিন্তু তাতে থোড়াই কেয়ার! আমাদের নিজেদের আনন্দের কথাই তো শেষ কথা আমাদের কাছে। সেটা পরিবেশের মৃতদেহের ওপর হলেও করা চাই।

২০১৮-এর এই রিপোর্ট চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। এখনও প্রকাশ পায়নি এই বছরের রিপোর্ট। তাতে আরও কী খবর অপেক্ষা করে থাকছে আমাদের জন্য, জানা নেই।

ছবি ঋণ - cbc.ca