নেতাজির ছবি থাকুক নোটে, আবেদনের নিষ্পত্তি করতে কেন্দ্রের দ্বারস্থ মাদ্রাজ হাইকোর্ট

ভারতীয় টাকার নোটে ছাপা হোক নেতাজির মুখ। এমনটাই দাবি করে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন চেন্নাইয়ের এক ব্যক্তি। বৃহস্পতিবার সেই আবেদন পর্যালোচনা করেই মাদ্রাজ হাইকোর্ট মামলাটি স্থানান্তরিত করে কেন্দ্র সরকারের দপ্তরে।

কে কে রমেশ নামের ওই ব্যক্তি বেশ কিছুদিন আগেই জমা দিয়েছিলেন লিখিত আবেদন। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির গুরুত্ব ঠিক কতটা, তিনি তার তাত্ত্বিক বর্ণনা দিয়েছিলেন আবেদনপত্রে। দেশসেবার জন্য নেতাজির আত্মত্যাগ ভারতের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এই পদ্ধতির কোনো বিকল্প নেই বলেই জানিয়েছেন আইনজীবী কে কে রমেশ। 

বিচারপতি এমএম সুন্দরেশ এবং এস অনন্তের একটি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেন আবেদনপত্রটি। সমাজের মধ্যে জাতীয়তাবাদী চিন্তাধারা তুলে ধরতে নেতাজির আবদান অতুলনীয় তা এদিন স্বীকার করে নেয় ডিভিশন বেঞ্চ। তবে তা সত্ত্বেও এই মুহূর্তে আবেদন মঞ্জুর করা সম্ভব নয় বলেই জানান তাঁরা। পাশাপাশি এমন একটি বিষয়ে রায় দেওয়ার মতো সাংবিধানিক ক্ষমতাও নেই হাইকোর্টের বিচারপতিদের কাছে। কাজেই কেন্দ্র সরকারকে পুরো বিষয়টির বিবেচনা করে নিষ্পত্তি করতে অনুরোধ করেছেন মাদ্রাজ হাইকোর্টের দুই বিচারপতি।

তবে এর আগেও বহুবার দাবি উঠেছিল ভারতীয় নোটে নেতাজির ছবি ছাপানোর। ২০১৬ সালে স্বয়ং নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসুই আবেদন করেছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। দাবি ছিল গান্ধীজির পাশাপাশি নোটে জায়গা হোক নেতাজিরও। তবে সেই আবেদনেও খুব কিছু কর্ণপাত করেনি কেন্দ্রীয় প্রশাসন। এখন দেখার দক্ষিণের এই আইনজীবীর আবেদন সত্যিই নিষ্পত্তি করতে পারে কিনা, ভারতীয় টাকায় নেতাজির ছবি দেখতে পাওয়ার স্বপ্নকে…

Powered by Froala Editor